behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

আইনজীবীদের দাবির মুখে আরও ৩ মাস এনালগ কজলিস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট১১:৩৬, এপ্রিল ০৪, ২০১৬

হাইকোর্ট

আইনজীবীদের দাবির মুখে আরও তিন মাস অনলাইনের পাশাপাশি কাগজে কার্যতালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। রবিবার থেকে কেবল অনলাইনে কার্যতালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়ার পরও আইনজীবীদের দাবির মুখে চতুর্থবারের মতো পুরো কার্যতালিকা অনলাইনে করা সম্ভব হলো না।

গত কয়েকদিন ধরে অনলাইনের পাশাপাশি কাগজেও মামলার কার্যতালিকা (কজলিস্ট) প্রকাশ করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল সুপ্রিম কোর্টের আইনজীবীরা। রবিবারও সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। 

এর আগে আইনজীবীদের অনুরোধে তিনবার পেছানোর পর রবিবার থেকেই অনলাইনে কজলিস্ট প্রকাশের সিদ্ধান্ত ছিল।

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, গত ১ ফেব্রুয়ারি থেকে অনলাইনে কজলিস্ট চালু হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবীদের একাধিকবার অনুরোধের পরিপ্রেক্ষিতে অনলাইনে কজলিস্ট চালু রাখার বিষয়টি বন্ধ রাখা হয়। আবারও দাবি তোলা হলে অভ্যস্ততা তৈরিতে আবারও তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

/ইউআই/এসটি/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ