X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পরিচয় ছাত্র, পেশা প্রতারণা!

আমানুর রহমান রনি
০৪ এপ্রিল ২০১৬, ১৪:৪৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:৫২

গ্রেফতার হওয়া নাইজেরীয় শিক্ষার্থীরা

বিভিন্ন ধরনের পুরস্কার, পদক বা লটারি পাওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে ছাত্র পরিচয়ধারী একদল বিদেশি প্রতারক। মোবাইল ফোনে ও ইমেইলের মাধ্যমে বার্তা চালাচালি করে তারা ফাঁদ সাজায়। পরে বিভিন্ন ধরনের চার্জ পরিশোধের কথা বলে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়। রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের নাইজেরীয় চার শিক্ষার্থীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে পুলিশ। 

পুরস্কারের প্রলোভন দেখিয়ে বাংলাদেশে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর শাহআলী এলাকা থেকে নাইজেরীয় চার তরুণ ও তাদের বাংলাদেশি এক নারী সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত নাইজেরীয় চার তরুণ জানিয়েছে, তারা ছাত্রত্বের আড়ালে মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে।

আধুনিক প্রযুক্তির সহায়তায় রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় শাহআলীর একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করেন পিবিআই সদস্যরা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি প্রতারিত এক ব্যক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। বাদীর ওই অভিযোগ ধরে তদন্ত শুরু করে পিবিআই। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চার নাইজেরিয়ান তরুণ হলেন- মোহাম্মদ আউয়ালু আদামু (২৫), ওবায়দুবাহিমেন জেমস (২৯), ওলোনোফেমি ডানিয়েল (৩১), মো. আদামু (২৫) ও তাদের বাংলাদেশি নারী সহযোগী জয়ন আরা রিয়া (১৮)।

সোমবার সকালে পিআইবি’র ধানমণ্ডির অফিসে এক সংবাদ সম্মেলনে স্পেশালাইজড ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন (এসআইঅ্যান্ডও) ইউনিটের বিশেস পুলিশ সুপার মো. আহসান হাবীব পলাশ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘নাইজেরিয়ানরা এসএমএস বা ই-মেইলের মাধ্যমে প্রলোভন দেখিয়ে প্রতারণার (স্ক্যাম) মাধ্যমে অর্থআত্মসাতের কারণে আগে থেকেই পরিচিত। বাংলাদেশেও তারা এ ধরনের প্রতারণা করে বেড়ায়। এমন একটি চক্রকে আমরা গ্রেফতার করেছি। প্রতারণার শিকার এক ব্যক্তি পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। তিনি এই প্রতারক চক্রটিকে ৩৭ লাখ ৮৭ হাজার টাকা দিয়েছেন। তাকে চক্রটি বলেছিল তিনি কয়েকশ পাউন্ড ও ডলারের কোকাকোলা পুরস্কার পেয়েছেন। এরপর তার কাছ থেকে কয়েক দফায় ব্যাংকের মাধ্যমে এই টাকা আত্মসাৎ করে। তিনি শেষে বুঝতে পেরেছেন যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই তিনি মামলা করেন। পিবিআই মামলাটি তদন্ত শুরু করে এবং চক্রটিকে গ্রেফতার করে।’

আহসান হাবীব বলেন, ‘ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন অংকের টাকা আদায় করেছে এই চক্রটি।’

পিবিআই’র এই কর্মকর্তা বলেন, ‘গ্রেফতারকৃতরা মূলত মোবাইল ও ই-মেইলের মাধ্যমে বার্তা পাঠিয়ে গ্রাহকদের পুরস্কার পাওয়ার কথা জানায়। তারা সাধারণত কোকাকোলা লটারি, ইউনাইটেড ন্যাশন্স পুরস্কার, আইসিসি টুর্নামেন্ট পুরস্কার, ইউএনডিপি পুরস্কারসহ বিপুল পরিমাণ অর্থ পুরস্কার পাওয়ার বিষয়ে বার্তা পাঠায়। সেখানে একটি ই-মেইল আইডি পাঠায়। এরপর তাদের মধ্যে মেইল চালাচালি হয়। এরপর ওইসব ব্যক্তিদের কাছ থেকে পুরস্কার হাতে পাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সার্ভিস চার্জের কথা বলে টাকা চাওয়া হয়। যেমন কাস্টমস ডিউটি, অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় ফি, মানি লন্ডারিং মামলায় আক্রান্ত হওয়ার ভয়ভীতি, ফিসিং (ভুয়া ওয়েব পেজ), সিওটি (কস্ট অব ট্রান্সফার), ৫ শতাংশ ভ্যাট ও এন্টিটেররিজমের কথা বলে টাকা চাওয়া হয়।’

তিনি বলেন, ‘বিদেশিদের কথায় বাংলাদেশি মানুষের আস্থা থাকায় সেই সুযোগটি নেয় প্রতারক চক্রটি। তাদের দলে বাংলাদেশের নারী সদস্যরাও রয়েছেন। যারা প্রলোভনের ফাঁদ তৈরি করেন।’

এই চক্রটি পঞ্চগড়ের এক ব্যক্তির সঙ্গেও এই প্রতারণা করেছে জানিয়ে আহসান হাবীব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে গ্রেফতারকৃতরা সবাই বেসরকারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  তবে তা যাচাইবাছাই করতে হবে। তাদের মধ্যে কেউ বৈধ আবার কেউ অবৈধভাবেও বাংলাদেশে বসবাস করছে। তাদের বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।’

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে ‘বড় পরিবর্তন’ দেখছে না যুক্তরাষ্ট্র
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
জীবনানন্দ পুরস্কার পেলেন জাহিদ হায়দার ও মোস্তফা তারিকুল আহসান
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস