X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তে অটল থাকার আহ্বান পবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৪:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:০৮

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)

রাজধানীর হাজারীবাগের ট্যানারি কারখানাগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে স্থানান্তরে সিদ্ধান্তে সরকারকে অটল থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

সোমবার (৪ এপ্রিল) রাজধানীর কলাবাগানে পবা’র কার্যালয়ে ‘ট্যানারি স্থানান্তর: উদ্ভূত পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পবার চেয়ারম্যান আবু নাসের খান।

তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া সময়ে ট্যানারি স্থানান্তর না হলে পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় সাভারের প্লট বাতিল করতে হবে। এছাড়া গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে হাজারীবাগের ট্যানারি বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

আবু নাসের খান আরও বলেন, হাজারীবাগের ট্যানারিগুলো দীর্ঘ ৬৫ বছর ধরে বুড়িগঙ্গা নদী দূষণ করছে। এগুলো থেকে দৈনিক ২২ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা হয়।  যা পানি, বায়ু, মাটি দূষণসহ জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে।

সাভারের চামড়া শিল্প নগরীর কার্যক্রমের বিষয়ে আবু নাসের খান বলেন, সাভারে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভবন নির্মাণ অত্যন্ত ধীরে এগোচ্ছে। ২৮টি শিল্পপ্রতিষ্ঠানের ড্রাম স্থাপনের কাজ চললেও বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা হয়নি অধিকাংশ প্লাটে। ফলে সবকিছু প্রস্তুত হলেও বিদ্যুতের অভাবে শিল্পপ্রতিষ্ঠান চালু করা সম্ভব হবে না। এখনও প্রতিষ্ঠানগুলো বর্জ্য স্কিনিং ও মূল পাইপলাইনে সংযোগ স্থাপন করেনি। তবে ট্যানারি মালিকদের যদি সদিচ্ছা থাকে তবে আগামী ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে অন্তত ২৮টি প্রতিষ্ঠান সাভারে চামড়া প্রক্রিয়াজাতের প্রাথমিক কাজ শুরু করতে পারবে।

এ সময় চামড়া শিল্প নগরীতে সিইটিপি (কেন্দ্রীয় বর্জ্য শোধণাগার) বাস্তবায়নসহ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নির্দিষ্ট সময়ে শেষ না হওয়ায় সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পবার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী, পবার নির্বাহী সদস্য তোফায়েল আহমেদ প্রমুখ।

/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা