Vision  ad on bangla Tribune

পহেলা বৈশাখে বর্ণিল মুখোশে বাধা নেইরমনা ও সোহরাওয়ার্দীর গেট বন্ধ হবে ৫টার বদলে ৪ টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৬:১৭, এপ্রিল ০৬, ২০১৬

মঙ্গল-শোভাযাত্রাপহেলা বৈশাখে বর্ণিল  মুখোশ নিষিদ্ধ না হলেও  রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ গেট বন্ধ হবে ৫টার বদলে ৪টায়।  এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে বিতর্ক ও বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এর ব্যাখ্যা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় কখনওই মুখোশ পড়া হয় না। সবাই মুখোশ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। তবে বাইরের কেউ যাতে মুখোশ পড়ে এই শোভাযাত্রায় অংশ না নিতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

ভুভুজেলা নিষিদ্ধ করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘এটি অনেকের জন্য বিরক্তির কারণ। অনেকেই এটি নিষিদ্ধ করার জন্য পুলিশকে অনুরোধ করেছেন।’

পহেলা বৈশাখ উদযাপনে রাজধানীতে নিরাপত্তাজনিত কোনও হুমকি নেই, জানিয়ে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ উদযাপনে সুনির্দিষ্ট কোনও হুমকি না থাকলেও সকলের নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’

পহেলা বৈশাখের দিন রাজধানীর রমনা বটমূল ও সোহরাওয়ার্দী উদ্যান- এই দুটি জায়গাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। বিকেল ৪ টার মধ্যে এগুলোর প্রবেশ গেট বন্ধ করে দেওয়া হবে। ৫ টার মধ্যে বাইরের সব অনুষ্ঠান শেষ করতে হবে বলে জানান মনিরুল ইসলাম।

/এআরআর/এপিএইচ/

লাইভ

টপ