X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাবিতে পুলিশের ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১৮:১১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৮:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের বহুতল ভবন নির্মাণ ও শতবর্ষী গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন। পরে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এসোসিয়েশনের পক্ষ থেকে ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেয়।
এর আগে ঘটনার প্রতিবাদে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এসোসিয়েশনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের পুলিশ ফাঁড়িসহ কোনও পুলিশ ভবন নির্মাণ ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করবে। তাই অতি দ্রুত এই ভবন নির্মাণের কাজ স্থগিত করতে হবে।
ভবন নির্মাণ বন্ধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা আরও বলেন, আশা করি প্রধানমন্ত্রী অতিদ্রুত এই ভবন নির্মাণ বন্ধের নির্দেশ দেবেন। আর তা না হলে এসোসিয়েশনের পক্ষ থেকে পরে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আনোয়ার পাশা ভবনের পাশে বাবুপুরা পুলিশ ফাঁড়ির জায়গায় ২২ তলা পুলিশ কোয়ার্টার নির্মাণের জন্য ১২টি শতবর্ষী গাছ কেটে ফেলে ভবন নির্মাণের টেন্ডার পাওয়া প্রতিষ্ঠান পিডব্লিউডি। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ভবন নির্মাণের প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

এসআর/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়