X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পহেলা বৈশাখে মিষ্টি খাওয়াবে ডিএমপি

ঢাবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ১৪:৪৬আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:৪৬

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগতদের মিষ্টান্ন (বাতাসা, সন্দেশ, খৈ ইত্যাদি) খাওয়াবে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ আছাদুজ্জামান মিয়া এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আছাদুজ্জামান বলেন, বৈশাখ উদযাপনে এই তিন এলাকায় আসা লোকজনকে ডিএমপির পক্ষ থেকে মিষ্টি ও পানি সরবরাহ করা হবে। এছাড়াও পুলিশ সদস্যরা তাদের ফুল দিয়ে বৈশাখের শুভেচ্ছাও জানাবেন।

সুষ্ঠুভাবে নববর্ষ উদযাপনের জন্য এবার ডিএমপি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে জানিয়ে কমিশনার বলেন, আশা করছি কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এবারের বৈশাখ উদযাপিত হবে। রমনা পার্ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এছাড়া পুরো এলাকায় কোনও হকার বসতে দেওয়া হবে না।

আরও খবর পড়ুন- যেভাবে পহেলা বৈশাখ উদযাপন চায় পুলিশ

আছাদুজ্জামান মিয়া আরও বলেন, মঙ্গল শোভাযাত্রার আগে ও পরে ডিএমপির বিশেষ বাহিনী সোয়াতের সদস্যরা নিয়োজিত থাকবেন। কোনও বিজ্ঞাপনি প্রতিষ্ঠান যাতে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে এর উদ্দেশ্য ব্যাহত না করতে পারে সে দিকেও নজর দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে নববর্ষ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির নানাদিক তুলে ধরেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. শহিদ আকতার হোসেন। তিনি বলেন, বৈশাখ উদযাপনে ঢাবি কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিএনসিসির সদস্য ও চারুকলার নিজস্ব স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ বাহিনীর সদস্য ছাড়াও রোভার স্কাউডের প্রায় ৪০০ সদস্য মোতায়েন থাকবে।

আরও খবর পড়ুন- পাহাড়ে পাহাড়ে বৈসাবির আমেজ

তিনি আরও জানান, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় হেল্প নম্বর টানিয়ে দেওয়া হবে। ক্যাম্পাসের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া কোনও গাড়ি রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভেতর চলাচল করতে পারবে না। মানুষের চলাচলের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যানের দুটি গেট (রাজু ভাস্কর্য ও ছবির হাট) বন্ধ রাখা হবে এবং ভ্রাম্যমাণ বিভিন্ন খাবারের দোকান মুহসিন হলের মাঠে বসবে। 

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শহিদ আকতার হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যপক নিসার হোসেন প্রমুখ।

 

/এসআর/এমও/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?