X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
একান্ত সাক্ষাৎকারে শুভঙ্কর সাহা

আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশের কোনও ক্ষতি হবে না

গোলাম মওলা
১৩ এপ্রিল ২০১৬, ১৩:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৬:০৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি টাকা চুরি হওয়ার কারণে দেশের আর্থিক ক্ষতি হলেও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম ক্ষুণ্ন হবে না বলেই মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র  ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। তিনি মনে করেন, আলোচিত এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিপাইন ইমেজ সংকটে পড়লেও পড়তে পারে। তবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের কোনও ক্ষতি হবে না। গত বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শুভঙ্কর সাহা

বাংলা ট্রিবিউন: রিজার্ভের টাকা চুরির ফলে বাংলাদেশের যে সুনাম ক্ষুণ্ন হয়েছে, এতে আন্তর্জাতিক লেনদেনে কোনও প্রভাব পড়বে কি না?

শুভঙ্কর সাহা: বাংলাদেশ ব্যাংকের যেমন টাকা উদ্ধার করার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তেমনিই ফিলিপাইনেরও টাকা ফেরত দেওয়ার আবশ্যিকতা সৃষ্টি হয়েছে। আমাদের যেমন আর্থিক ক্ষতি হয়েছে, তেমনি তাদেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ফিলিপাইন সমস্যায় পড়তে পারে। তবে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের কোনও ক্ষতি হবে না।

বাংলা ট্রিবিউন: চুরি যাওয়া অর্থ যদি ফেরত না আসে তাহলে কীভাবে টাকা সমন্বয় করা হবে?

শুভঙ্কর সাহা: এমওইউ অনুযায়ী ফিলিপাইন আমাদের টাকা ফেরত দিতে বাধ্য। সময় লাগলেও আমরা টাকা ফেরত পাবো আশা করা যায়। কারণ, ফিলিপাইনে প্রতিষ্ঠিত হয়েছে যে, সেখানে মানি লন্ডারিং করে বাংলাদেশ ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সেখানকার কেন্দ্রীয় ব্যাংক ও সেদেশের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) এটাকে জালিয়াতি বলছেন।

বাংলা ট্রিবিউন: অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক কার্যকর কী পদক্ষেপ নিয়েছে?

শুভঙ্কর সাহা: চুরি যাওয়া টাকা ফেরত আনতে যা যা করা দরকার বাংলাদেশ ব্যাংক তার সবই করছে। টাকা উদ্ধারের জন্য গর্ভনর ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ রাখছেন। সেখানে আমাদের রাষ্ট্রদূতও এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। ওই দেশে বাংলাদেশ ব্যাংকের একটি টিমও পাঠানো হয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য ফিলিপাইনকে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি)-কে কাজে লাগানো হচ্ছে। অর্থ উদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে।

বাংলা ট্রিবিউন:  অর্থ উদ্ধারে আন্তর্জাতিক কোনও সংস্থার সহযোগিতা নেওয়া হচ্ছে কি না?

শুভঙ্কর সাহা: চুরি যাওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আন্তর্জাতিক কয়েকটি প্রতিষ্ঠানের কাছে চিঠি দিয়েছেন। এর মধ্যে ওয়াশিংটনের ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সেদেশের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) প্রধান, ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত, এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজির) নির্বাহী সচিব এবং বিশ্বব্যাংকের ঢাকা প্রতিনিধির কাছে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন:

মোস্যাক ফনসেকার প্রধান কার্যালয়ে পুলিশি অভিযান

বাংলা ট্রিবিউন: অর্থ ফেরত আনতে মামলা করতে হবে কিনা?

শুভঙ্কর সাহা: মামলা করতে হবে কিনা তা বলতে পারবে সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। তবে আইনানুগ বিষয়গুলোকে অ্যাসেস করার জন্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হক কিউসিকে  নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলা ট্রিবিউন: সিআইডির তদন্তে ৭০টি অ্যাডভাইসের কথা বলা হয়েছে। আসলে কয়টি অ্যাডভাইস গিয়েছে?

শুভঙ্কর সাহা: সিআইডির তদন্তে পাওয়া গেছে তা আমি জানি না। তবে আমার জানা মতে, মোট অ্যাডভাইস গিয়েছে ৩৫টি। এর মধ্যে ফিলিপাইনে গিয়েছে ৩১টি।

বাংলা ট্রিবিউন: টাকা ছাড়ের আগে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে কোনও এসএমএস দেওয়া হয়েছিল কি, নিয়মটা কি?

শুভঙ্কর সাহা: অ্যাডভাইস যাওয়ার পর বোধ হয় তারা হয়ত আর চেক করে না। টাকা ছাড় করে দেয়।

বাংলা ট্রিবিউন: চুরি যাওয়া টাকা ফেরত আনতে বাংলাদেশ ব্যাংক কী ধরনের উদ্যোগ নিয়েছে?

আরও পড়তে পারেন:

আতিউরের ভুল থেকে শিক্ষা নিয়েছেন ফজলে কবির

 

শুভঙ্কর সাহা: তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। সেখানে আমাদের রাষ্ট্রদূত কাজ করছেন। সেখানে বাংলাদেশ ব্যাংকের একটি টিম পাঠানো হয়েছে। তারাও কাজ করছেন। বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ করছে। তাদের সঙ্গে আমাদের সমঝোতা চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী, তারা টাকা ফেরত দিতে বাধ্য। এ নিয়ে ফিলিপাইন সরকার ও সেখানকার কর্তৃপক্ষ কাজও করছেন। ইতোমধ্যে কিছু টাকা তারা উদ্ধার করেছে। সুতরাং আমরা আশাবাদী যে চুরি যাওয়া টাকা ফেরত পাবো।

বাংলা ট্রিবিউন: একই ঘটনায় শ্রীলঙ্কা টাকা ফেরত দিলেও ফিলিপাইন দিচ্ছে না কেন?

শুভঙ্কর সাহা: প্রত্যেকটি দেশেরই আলাদা আলাদা আইন আছে। শ্রীলঙ্কার আইনের কারণে আমরা টাকাটা দ্রুত সময়ের মধ্যে ফেরত পেয়েছি। ফিলিপাইনের আইন অনুযায়ী কাজ চলছে। তারা টাকাগুলো ফেরত দেওয়ার জন্য পর্যালোচনা করছে। অপরাধীদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে। সংশ্লিষ্ট দোষী ব্যাংকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হচ্ছে। আশা করা যায়, অচিরেই  টাকা বাংলাদেশ ব্যাংক ফেরত পাবে।

বাংলা ট্রিবিউন: টাকা ফেরত পেতে কতদিন লাগতে পারে?

শুভঙ্কর সাহা: দিনক্ষণ বলা মুশকিল। তবে টাকা ফেরত পাওয়া যাবে আশা করা যায়।

বাংলা ট্রিবিউন: চুরি হওয়ার পর রিজার্ভের অর্থ কম দেখানো হচ্ছে কি না?

শুভঙ্কর সাহা: আন্তর্জাতিক স্বীকৃত অ্যাকাউন্টিং সিস্টেম ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস) এর নিয়ম মেনে চলে বাংলাদেশ ব্যাংক। এ কারণে চুরির অর্থ ফেরত আসলে তা রিজার্ভে যোগ হবে।  

বাংলা ট্রিবিউন: টাকা চুরির ঘটনায় কয়েকটি তদন্তদল কাজ করছে, কোনও অগ্রগতি আছে কি?

শুভঙ্কর সাহা: তদন্ত নিয়ে এখনও বলার মতো কোনও পর্যায় আসেনি। তবে ফরেনসিক তদন্তের অগ্রগতি সন্তোষজনক।

/এফএস/টিএন/

সম্পর্কিত
বাংলা ট্রিবিউনকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনপ্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে, পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ
‘স্মার্ট অর্থনীতি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে ব্যাংকগুলো’
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
সর্বশেষ খবর
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
এআইইউবিতে এনভায়রনমেন্টাল পিউরিফিকেশন সিস্টেম সেমিনার
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে সুলিভানের বৈঠক
স্পিকারদের আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন শিরীন শারমিন চৌধুরী
স্পিকারদের আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন শিরীন শারমিন চৌধুরী
জীবনের শেষ অ্যাকাডেমিক পরীক্ষায় তৃতীয় হয়েছেন সেই অবন্তিকা
জীবনের শেষ অ্যাকাডেমিক পরীক্ষায় তৃতীয় হয়েছেন সেই অবন্তিকা
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক