X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিমানবালাকে হেনস্তা, মুম্বাইয়ে বাংলাদেশি গ্রেফতার

দিল্লি প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২০:১৫আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২১:২৪

বিমানবালাকে হেনস্তা, মুম্বাইয়ে বাংলাদেশি গ্রেফতার ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে এয়ারহোস্টেসকে বিরক্ত করার অভিযোগে একজন বাংলাদেশি নাগরিককে মুম্বাই বিমানবন্দরে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তির নাম অসীম কুমার ভৌমিক। তিনি কলকাতা থেকে মুম্বাইতে যাচ্ছিলেন। মুম্বাই পুলিশ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে যে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় (নারীদের লাঞ্ছনা করা) মামলাও করা হয়েছে।
ঘটনাটি ২১ এপ্রিল বৃহস্পতিবারের। ইন্ডিগোর সিক্স ই-৩২৬ যে বিমানটি বিকেল পৌনে তিনটে নাগাদ কলকাতা থেকে ছেড়ে মুম্বাইতে আসে– সেটিতেই যাত্রী ছিলেন অসীম কুমার ভৌমিক। বিমান আকাশে ওড়ার পর থেকেই প্লেনের ভেতর চার যাত্রীর একটি দল তাদের মোবাইলফোন বের করে বিমানবালাদের ছবি তুলতে শুরু করে বলে জানা গেছে। প্রথমে বিরক্ত বিমানসেবিকারা তাদের নিষেধ করেন, কিন্তু চারজনের কেউই তাতে কান দেননি।
এই চারজনেরই অন্যতম ছিলেন অসীম ভৌমিক। বাকি তিনজন একসঙ্গেই টিকিট কেটেছিলেন কিংবা একই গ্রুপের অংশ ছিলেন কিনা সেটা স্পষ্ট নয়, কিন্তু বিমানের সহযাত্রীরা বলেছেন, চারজন মিলেই বিমানবালাদের ছবি তুলে যাচ্ছিলেন এবং কোনও নিষেধে কর্ণপাত না করে উচ্চস্বরে হেসেও চলছিলেন।
পরিস্থিতি এর পরই বেশ খারাপে মোড় নেয়। বিরক্ত বিমানবালারা সরাসরি নালিশ জানান বিমানের পাইলটকে – যার নির্দেশে ক্রু মেম্বারদের একজন এসে জোর করে ওই চারজনের কাছ থেকে মোবাইলফোন কেড়ে নেন। তখন বিমানের নিয়মকানুন পড়ে শুনিয়ে ওই চারজনকে জানিয়েও দেওয়া হয় এবং মুম্বাইতে এয়ারপোর্ট কন্ট্রোল রুমে তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হচ্ছে বলে জানানো হয়।
যে কথা সেই কাজ। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিক্স ই-৩২৬ মুম্বাইতে ল্যান্ড করার পরই অভিযুক্ত চার যাত্রীকে আটক করতে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাদের মধ্য থেকে একজন কোনওভাবে পালিয়ে যান। বাকি তিনজনকে ডোমেস্টিক টার্মিনালের পুলিশ নিজেদের বুথে যায়। সেখানে ওই বিমানের এয়ারহোস্টেসদের একজন এসে লিখিত অভিযোগও দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতেই তিনজনের মধ্য থেকে পরে মাত্র একজনকে গ্রেফতার করা হয়। মুম্বাই পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশি নাগরিক অসীম কুমার ভৌমিক, তার বয়স ৩৮ বছর।

আরও পড়ুন:

কারাদণ্ডজেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার বীরেন্দ্র মিশ্র বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনের কাছে এই গ্রেফতারের খবর নিশ্চিত করে জানিয়েছেন, ৩৫৪ ধারাতেই অসীম কুমার ভৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ধারায় কোনও নারীকে লাঞ্ছিত করার অভিযোগে সর্বোচ্চ দুই বছর মেয়াদের জেল ও জরিমানা, কিংবা দুটোই হতে পারে। তবে মি. ভৌমিককে ঠিক কখন আদালতে পেশ করা হচ্ছে তা মি. মিশ্র জানাতে পারেননি, যদিও এজন্য ২৪ ঘণ্টা সময়সীমার মেয়াদ এখনও শেষ হয়নি।

তবে এ ঘটনায় কোনও মন্তব্য করতে রাজি হয়নি ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তাদের এক মুখপাত্র শুধু জানিয়েছেন, ‘মুম্বাই পুলিশ বিষয়টির তদন্ত করছে, আমাদের এই মুহূর্তে কিছু বলার নেই’!

তবে পুরো ঘটনায় এখনও অনেক প্রশ্নের জবাব মেলেনি। চারজন মিলে বিমানবালাদের ছবি তুলছিলেন, তার মধ্যে শুধু কেন অসীম কুমার ভৌমিককেই গ্রেফতার করা হলো? বাকি তিনজন কি ভারতীয় নাগরিক, নাকি তারাও বাংলাদেশের? এরা কি একসঙ্গে একটা দলে ছিলেন? প্লেন ল্যান্ড করার পর বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় কড়া নজরদারির ভেতরেও অভিযুক্তদের একজন কিভাবে সরে পড়তে পারলেন? মুম্বাই পুলিশ বা ইন্ডিগো কর্তৃপক্ষের কেউ এখনও এসবের কোনও জবাব দেননি।

আরও পড়ুন:

তনুতনুকে উৎসর্গ করে নাটক ‘চাঁনমতির পালা’

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় কমেছে বিদ্যুৎ উৎপাদন
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি