X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউএনডিপি’র আঞ্চলিক পরিচালক ঢাকায় আসছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ০৮:৫৬আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৯:৩০

হাওলিয়াং জু

জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হাওলিয়াং জু চারদিনের সফরে আজ শনিবার (২৩ এপ্রিল) ঢাকায় পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন হাওলিয়াং। বাংলাদেশে এটি তার তৃতীয় সফর।

ইউএনডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ইউএনডিপির ৫০তম বার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকায় অনুষ্ঠেয় এক অনুষ্ঠানে যোগ দেবেন হাওলিয়াং জু। আগামী ২৬ এপ্রিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

আরও পড়ুন- তাইওয়ানের ত্রাণ ফেরত পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ দ্রুত গতিতে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে- এ প্রেক্ষিতে বাংলাদেশে ইউএনডিপির ৪০ বছরের সহায়তার সম্পর্ককে এই অভিমুখে আরও কিভাবে ধাবিত করা যায়; সে বিষয়গুলো তার এই সফরে প্রাধান্য পাবে। এছাড়া সফরকালে হাওলিয়াং জু সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও রূপকল্প-২০২১ এর সঙ্গে জাতিসংঘের নতুন পাঁচটি কৌশলগত পরিকল্পনা কিভাবে সম্পৃক্ত হতে পারে, তিনি সে বিষয়ে আলোকপাত করবেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আগামী ২৬ এপ্রিল ঢাকায় ‘ভবিষ্যত রূপায়ণ: পরিবর্তীত জনসংখ্যা কিভাবে মানবসম্পদ উন্নয়নকে জোরদার করতে পারে’ শীর্ষক আঞ্চলিক মানবসম্পদ উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করবে। প্রতিবেদনটিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনসংখ্যার প্রবণতা বিশ্লেষণ করে এ অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন কৌশল নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে সরকারের ঊর্ধতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং সুশীল সমাজ, বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন- জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলে শেখ হাসিনা

এছাড়া সফরকালে হাওলিয়াং জু সরেজমিনে সিরাজগঞ্জ ইউএনডিপি'র সহায়তাপুষ্ট ইউনিয়ন পরিষদ গভার্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের (ইউজেজিপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। বিশেষত এসব প্রকল্পের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ে কতটা শক্তিশালী অবস্থানে উন্নীত হয়েছে- তা পর্যবেক্ষণ করবেন। এ সময় তিনি এ অঞ্চলের প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গেও কথা বলবেন।

ইউএনডিপির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্ব (২০১৩ সালের সেপ্টেম্বর) নেওয়ার পর গত বছর নভেম্বরের শুরুতে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন হাওলিয়াং জু। ১৯৯৫ সালে জাতিসংঘে যোগদান করেন এবং যথাক্রমে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ এবং কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস বা সিআইএস অঞ্চলে কাজ করেছেন।

হাওলিয়াং জু আগামী ২৬ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন। বাসস।

আরও পড়ুন- মেশিন রিডেবল পাসপোর্ট-ভিসা নিয়ে বিড়ম্বনা কাটেনি

/এফএস /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী