X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রবিবার শাহজালাল ও কমলাপুরে সিঅ্যান্ডএফ এজেন্টদের ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৬, ২২:৪৪আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ২২:৫২

শাহজালাল বিমানবন্দর ও কমলাপুরে ধর্মঘট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট ইউনিট ও কমলাপুর কাস্টম হাউসে রবিবার ধর্মঘট পালন করবে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টরা (সিঅ্যান্ডএফ)। শাহজালালে ফ্রেইট ইউনিট সকাল ১০ টা থেকে দুই ঘণ্টা এবং কমলাপুরে সারাদিন ধর্মঘট পালন করা হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ।
সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সময় মতো পণ্য  না পাওয়া এবং চুরি হওয়ার ঘটনায় একাধিকবার বিমানকে চিঠি দিয়েও সমাধান পাননি ব্যবসায়ীরা। একাধিকবার বিভিন্ন ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টসহ আমদানিকারকরা এয়ার ফ্রেইট ইউনিটে কাস্টম কর্মকর্তাদের কাছে পণ্যচুরির বিষয় নিয়ে বৈঠকও করেছেন। গত ১৩ এপ্রিল পণ্য চুরি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বিমান, কাস্টম হাউজ, সিঅ্যান্ডএফ, ফ্রেইট ফরোয়ার্ড প্রতিনিধিদের। ওই বৈঠকে বিমানের কার্গো মহাব্যবস্থাপক উপস্থিত থাকলেও পণ্য চুরি বন্ধে ব্যবসায়ীদের কোনও জবাব দিতে পারনেনি। এসব ঘটনার প্রতিবাদে রবিবার ২ ঘণ্টার ধর্মঘট পালন করবেন ব্যবসায়ীরা। অন্যদিকে কমলাপুর কাস্টম হাউসে সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে শুল্ক কর্মকর্তাদের দুর্ব্যবহারসহ নানা অভিযোগে সারাদিন ধর্মঘট পালন করবেন ব্যবসায়ীরা।
জানা গেছে, গত দুই সপ্তাহে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪২টি কার্টন চুরি হয়েছে কার্গো ভিলেজ থেকে। এছাড়া, প্রতিদিনই মালামাল খুঁজে পেতে ভোগান্তির মধ্যে পড়তে হয় ব্যবসায়ীদের। এসব ঘটনায়  আমদানিকারকরা লিখিত অভিযোগ করেছেন কাস্টম ও বিমানের কাছে। কার্গো ভিলেজে  বড় ধরনের পণ্য চুরি হয় সাধারণত রাতে, যখন আমদানিকৃত পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া, দিনের বেলায় ছোট ছোট আকৃতির কার্টন চুরি হয়। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এককভাবে দুধরনের হ্যান্ডেলিং করে। গ্রাউন্ড হ্যান্ডেলিং এর আওতায় বিভিন্ন এয়ারলাইন্স ও যাত্রীদের লাগেজসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। কার্গো হ্যান্ডেলিং এর আওতায় ব্যবসায়ীদের আমদানি-রফতানিতে সেবা দেওয়া হয়।

আন্দোলন প্রসঙ্গে ঢাকা কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘ দিন ধরে মিটিং করে ও চিঠি দিয়েও কোনও সমাধান পাইনি। প্রতিনিয়ত ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। কমলাপুরে নানাভাবে সিঅ্যান্ডএফ এজেন্টদের হয়রানি করা হয়। অনৈতিকভাবে সিঅ্যান্ডএফ এজেন্টদের বিভিন্ন চার্জ করা হয়, ব্যবসায়ীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন শুল্ক কর্মকর্তারা। এজন্য রবিবার সারাদিন কমলাপুর কাস্টম হাউসে ধর্মঘট পালন করা হবে। এছাড়া, শাহজালালে মালামাল খুঁজে পেতে ভোগান্তি, চুরির ঘটনার প্রতিবাদে দুই ঘন্টা ধর্মঘট পালন করা হবে।

সিএ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা