X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

১০ মিনিটের জন্য আটক সোনিয়া-রাহুল

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৬, ২০:২৭আপডেট : ০৬ মে ২০১৬, ২০:২৮

ভারতে রাজপথে সরকারবিরোধী বিক্ষোভকালে আটক হয়েছেন কংগ্রেস-এর তিন শীর্ষস্থানীয় নেতা। তারা হচ্ছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে কংগ্রেস নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে ১০ মিনিটের মধ্যেই তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।

সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন কংগ্রেস সদস্যরা। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘সেভ ডেমোক্রেসি মার্চ’।

১০ মিনিটের জন্য আটক সোনিয়া-রাহুল

‘গণতন্ত্রকে ধ্বংস করার’ প্রতিবাদে শুক্রবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও সেই সমাবেশে যোগ দেন মনমোহন সিং, মল্লিকার্জুন খাগড়ে, গুলাম নবী আজাদ, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনিসহ দলের অধিকাংশ শীর্ষ নেতা। বিক্ষোভ সমাবেশের মূল স্লোগান ছিল ‘গণতন্ত্র রক্ষা’। কংগ্রেসের বিক্ষোভ স্থানীয় পুলিশ স্টেশনের কাছে গেলে তাদের আটক করা হয়। কিছুক্ষণ পরই অবশ্য কর্মীদের প্রতিরোধের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে সোনিয়া গান্ধী সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘নাগপুর থেকে আরএসএসের ইশারায় মোদি সরকার চালিত হচ্ছে। সরকারের সুরে যারা সুর মেলাচ্ছে না, তাদের হয়রানি করা হচ্ছে। মানহানি করা হচ্ছে। আমরা এটা হতে দেব না। জীবন আমাদের লড়াই করতে শিখিয়েছে। এখান থেকে শাসকদের এই বার্তাই দিতে চাই যে তোমাদের দিন শেষ হয়ে এসেছে। এভাবে চললে মানুষই তাদের উচিত শিক্ষা দেবে।’ সূত্র: এনডিটিভি, ডেকান ক্রোনিকল।

/এমপি/

সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া