X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
রেজাউল করিম হত্যার বিচার দাবি

হত্যার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান রাবি শিক্ষক সমিতির

রাবি প্রতিনিধি
১২ মে ২০১৬, ১৫:৪৭আপডেট : ১২ মে ২০১৬, ১৫:৪৯

‘অধ্যাপক রেজাউলের মতো সৎ, নিষ্ঠাবান মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার মতো মানুষকে যদি খুন করা হয়, তাহলে আমরা সবাই হত্যার উপযোগী, হত্যার সহযাত্রী। তাই এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
রাবি শিক্ষক সমিতির মানববন্ধন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সিনেট ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দীন বলেন, শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শক্তি সঞ্চার করতে হবে। তাহলে দুষ্কৃতিকারীরা কেউ হত্যার সাহস পাবে না। এসময় সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
অতীতের হত্যা মামলাগুলোর পরিণতি বিষয়ে শঙ্কার কথা জানিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান বলেন, আজ আমাদের ক্লাস রুমে, পরীক্ষার হলে, গবেষণাগারে থাকার কথা। কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। অথচ এ আন্দোলনের কোন প্রতিফলন দেখতে পাচ্ছি না।
রাবি শিক্ষক সমিতির মানববন্ধন দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর বলেন, সভ্যতা আজ ধ্বংসের কিনারায় এসেছে। যারা খুন করছে তারা এ সমাজেরই অংশ। আর আমি সমাজের একজন হয়ে এ হত্যার দায় এড়াতে পারি না। যেখানেই হত্যা হবে সেখানেই আতঙ্ক, প্রতিহিংসা জাগ্রত হবে এবং মনুষ্যত্ব ক্ষয় হবে।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন, দেশের জন্য নিবেদিত প্রাণ শিক্ষকদের এভাবে হত্যা করা হলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। তাই সরকার ও প্রশাসনকে বলছি, আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ, যে ব্যাথা তা আপনারা বোঝেন না? এসময় তিনি নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইসমাইল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক গৌতম গোস্বামী ও ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রভাষক দিলীপ কুমার সরকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. এন্তুাজুল হক, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিদেশ থেকে শ্রমিক নেওয়ায় নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!