X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৫০০ বিমানবন্দর তৈরি করবে চীন

বিদেশ ডেস্ক
১৮ মে ২০১৬, ২২:১৬আপডেট : ১৮ মে ২০১৬, ২২:১৮

বেসামরিক বিমান পরিবহন শিল্পের বাজার ১৫৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। এই লক্ষ্য বাস্তবায়নে ২০২০ সালের মধ্যে নতুন ৫০০টিরও বেশি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। এমনটাই জানানো হয়েছে, চীনের কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃপক প্রকাশিত একটি গাইডলাইনে।

চীনের প্রধান কৃষি অঞ্চল, বন এলাকা ও পাঁচটি নান্দনিক পর্যটন এলাকায় এসব বিমানবন্দর নির্মিত হবে। পরিকল্পনায় হেলিকপ্টার ও ব্যক্তিগত জেটসহ দেশটির বেসামরিক আকাশযানের সংখ্যা ২০২০ সালের মধ্যে পাঁচ হাজারেরও বেশি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

চায়না ডেইলি জানিয়েছে, বার্ষিক মোট উড্ডয়নকাল ২০ লাখ ঘণ্টা বাড়বে বলে হিসাবে ধরা হয়েছে। গেল কয়েক বছরে চীনের বেসামরিক বিমানপরিবহন শিল্পের ব্যাপক উন্নয়ন হয়েছে।

৫০০ বিমানবন্দর তৈরি করবে চীন

২০১৫ সালের শেষ নাগাদ প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, চীনে ৩০০টিরও বেশি বিমানবন্দর, ২৮১টি এন্টারপ্রাইজ এবং ১,৮৭৪টি আকাশযান রয়েছে। গেল বছর দেশটির বার্ষিক মোট উড্ডয়ন কাল ছিল সাত লাখ ৩২ হাজার ঘণ্টা।

পরবর্তী তিন বছরে অবকাঠামো খাত উন্নয়নের জন্য ১২ মে দেশটি ৭২৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এসব উন্নয়ন পরিকল্পনার মধ্যে বিমানবন্দর নির্মাণও রয়েছে। শ্লথ হয়ে পড়া অর্থনীতির গতি ফিরিয়ে আনতেই দেশটি এসব পরিকল্পনা গ্রহণ করেছে।

এই অ্যাকশন প্ল্যানের মধ্যে রেলওয়ে, মহাসড়ক, জলপথ, বিমানবন্দর ও নগর রেল ট্রানজিট উন্নয়নে ৩০৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছর ১৩১টি প্রকল্প, আগামী বছর (২০১৭) ৯২টি প্রকল্প এবং ২০১৮ সালে বাকি ৮০টি প্রকল্পের কাজ শুরু করা হবে।

২০১৫ সালে চীনের অর্থনীতি গতি শ্লথ হয়ে প্রবৃদ্ধি ছয় দশমিক নয় শতাংশে নেমে আসে। চলতি বছর প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ হবে বলে আশা করছে দেশটির সরকার।

/এমপি/

সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা