X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অবশেষে ‘সংরক্ষিত পুরার্কীর্তি’ বিজ্ঞপ্তি ঝুললো বগুড়ার নওয়াব প্যালেসে

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৫ মে ২০১৬, ২১:৪৭আপডেট : ২৫ মে ২০১৬, ২২:০৬

বগুড়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতি বিজড়িত নওয়াব প্যালেস ‘সংরক্ষিত পুরার্কীতি’ লেখা বিজ্ঞপ্তি ঝুলানো হয়েছে অবশেষে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বুধবার (২৫ মে) সকালে এই বিজ্ঞপ্তিটি ঝোলানো হয়।
রাষ্ট্রপতির আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছানিয়া আক্তার স্বাক্ষরিত গেজেট গত ১৬ মে বগুড়ায় প্রত্নতত্ত্ব অধিদফরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার হাতে আসে। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক ও নওয়াবের সন্তানদের জানানো হয়েছে।
জানা গেছে, বগুড়ার সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতাত্ত্বিক অধিদফতর যখন প্যালেসটি পুরাকীর্তি হিসেবে সংরক্ষণে চিঠি বিনিময় করছিল ঠিক তখন তিন ব্যবসায়ী গোপনে প্যালেসটি কিনে ফেলেন। মোহাম্মদ আলীর প্রথম স্ত্রীর দুই ছেলে সৈয়দ হামদে আলী চৌধুরী ও সৈয়দ হাম্মাদ আলী চৌধুরী গত ১৫ এপ্রিল ছুটির দিন ঢাকায় বসে কমিশনের মাধ্যমে দলিলে দস্তখত করেন। ১৭ এপ্রিল বগুড়া রেজিস্ট্রি অফিসে দলিল (নং-৪৩১৮) সম্পন্ন হয়।
দলিলে এ সম্পদের মূল্য ধরা হয় ২৭ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা। যৌথভাবে এই সম্পত্তি কেনেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের বড় ছেলে ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাছুদুর রহমান মিলন, চেম্বারের সহ-সভাপতি ও হাসান গ্রুপের স্বত্ত্বাধিকারী এটিএম শফিকুল হাসান জুয়েল এবং চেম্বারের সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুল গফুর।

এদিকে নওয়াব প্যালেস বিক্রির খবরটি জানাজানি হলে স্থানীয় ও জাতীয় দৈনিকগুলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। পাশাপাশি সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষিএর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন, সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।

নওয়াব প্যালেস বিক্রির আগে গত ৯ মার্চ প্রত্নতত্ত্ব অধিদফতর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংস্কৃতি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল। মন্ত্রণালয় চিঠি পাওয়ার পর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সম্পদ নওয়াব প্যালেসকে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালককে সরকারি মুদ্রণালয়ে যোগাযোগ করে বিজ্ঞপ্তি প্রকাশ এবং এর গেজেট কপি মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়। অনুলিপি দেওয়া হয় সংস্কৃতিক মন্ত্রীর একান্ত সচিব, বগুড়ার জেলা প্রশাসক ও সচিবের একান্ত সচিবকে।

অন্যদিকে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হওয়ায় ৮ মে রাতে ক্রেতারা নওয়াব প্যালেসের সাইনবোর্ড ঢেকে দিয়ে সেখানে ক্রয় সূত্রে এ সম্পত্তির তিন মালিকের নাম লিখে দেয়। পরদিন সকালে এ দৃশ্য দেখে সচেতন বগুড়াবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। অবশেষে ১৬ মে দুপুরে এ সংক্রান্ত গেজেট বগুড়ায় প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক পরিচালক (রাজশাহী ও রংপুর বিভাগ) নাহিদ সুলতানার হাতে পৌঁছে।

আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, মহাপরিচালকের নির্দেশে বুধবার সকালে নওয়াব প্যালেসের মুল ফটকে বিজ্ঞপ্তি ঝোলানো হয়েছে। প্যালেসের ভেতরেও বিজ্ঞপ্তি দেওয়া হবে। এতে লেখা রয়েছে, ‘কোনও ব্যক্তি এই পুরাকীর্তির কোনও রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনও বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনও অংশের ওপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনও চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের ১৪নং পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডনীয় হবেন।’

আঞ্চলিক পরিচালক আরও জানান, প্রত্নতত্ত্ব অধিদফতরের নির্দেশ অনুসারে পরবর্তীতে অন্যান্য কাজ করা হবে।

আরও পড়ুন: বগুড়ায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত, স্বামী-সন্তান আহত

/এফএস/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা