X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১৩:১৯আপডেট : ২৮ মে ২০১৬, ১৪:৫৮

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান

আসন্ন ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দের আহ্বান জানিয়েছেন দেশের অর্থনীতিবিদ, গবেষক, উদ্যোক্তা, ব্যবসায়ীরা। বাংলা ট্রিবিউন আয়োজিত 'কেমন বাজেট চাই' শীর্ষক আলোচনা শেষে বক্তারা এই আহ্বান জানান। তারা মনে করেন, বাংলাদেশে শিক্ষায় যে বৈষম্য রয়েছে সেটা দূর করা, ভালো শিক্ষক নিয়োগ এবং যথাযথ প্রশিক্ষণের বিষয়গুলো বাজেটে থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে বাজেট কমতিরও বেশকিছু ক্ষতিকর দিক তুলে ধরেন তারা।

আসন্ন বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা তুলে ধরতে 'কেমন বাজেট চাই' শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান পাঠকদের পাঠানো বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। তিনি জানতে চান- শিক্ষা ক্ষেত্রে বেশি বাজেট বরাদ্দ বলা হলেও এটা কতটা ঠিক?

জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ বলেন, 'ধরে নিলাম, বাজেট আরও বাড়িয়ে দেওয়া হলো। সেটা তো যথাযথ দক্ষতার সঙ্গে করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই। এখানে কোনও জবাবদিহিতার প্রক্রিয়া বের করা যায়নি। শিক্ষা ক্ষেত্রে ব্যয় সঠিকভাবে হচ্ছে কিনা তা নিয়ে আস্থা নেই।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ

সিপিডি’র ফেলো রিসার্চার তৌফিকুল ইসলাম খান বলেন, 'যেকোনও কারণেই হোক আমরা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেই না। আর স্বাস্থ্যের ক্ষেত্রে পৃথিবীর ১৯০টা দেশের মধ্যে ১৮৯তম বাংলাদেশ। শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা ঢাকা ও ঢাকার বাইরের অসমতা। এটা দূর করতে হবে। অবকাঠামোর পাশাপাশি শিক্ষকদের মান বৃদ্ধি করতে হবে।'

সিপিডি’র ফেলো রিসার্চার তৌফিকুল ইসলাম খান

বৈঠকিতে সালাম মুর্শেদী বলেন, 'খাতওয়ারি ইকোনোমিক জোনগুলোকে সময়ভিত্তিক টার্গেট দিতে হবে। যেসব ইকোনোমিক জোন নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো কবে শেষ হবে, কেউ জানে না। এগুলোর কাজ দ্রুত শেষ করতে সময় বেধে দিতে হবে। নির্দেশনা দিতে হবে যে, ইকোনোমিক জোনের কাজ এই সময়ের মধ্যে শেষ হবে।'

ইএবি-এর প্রেসিডেন্ট সালাম মুর্শেদী


আলোচনার শুরুতে একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, 'এবারের বাজেট কলেবরে বড় মনে হচ্ছে কিন্তু বাংলাদেশে এর চেয়ে বড় বাজেট প্রয়োজন। কারণ অবকাঠামোসহ বিভিন্ন খাতে অনেক বিনিয়োগ প্রয়োজন আছে। আমাদের ৫০ শতাংশ মানুষ আয়করের বাইরে এখনও। তাদের যদি করের মধ্যে আনা না যায় তাহলে যারা কর দিচ্ছে তাদের ওপরই চাপ বাড়বে।'
একাত্তর টেলিভিশনের পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর বলেন, 'প্রশ্ন তোলা হয়- বাংলাদেশে এত বিদেশি কেন? আমরা তাদের কাছ থেকে যা পাই সেটা বাংলাদেশিদের কাছ থেকে পেলে কখনও তাদের আনা হতো না।' তিনিও বলেন, 'স্বাস্থ্য ও শিক্ষা দুটোর মানই আমাদের দেশে খারাপ।' মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর

অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্টারপ্রেনার বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম বলেন, 'সামাজিক নিরাপত্তার বিষয়ে বাজেট সবসময় কম থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ বিষয়টিতে গুরুত্ব দেওয়া দরকার।' অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্টারপ্রেনার বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম

বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল বলেন, আমাদের কাছে যে প্রশ্নগুলো পাঠকরা করেছেন সেগুলার পাশাপাশি আমারও প্রশ্ন আছে। সেটি হচ্ছে- বিশ্বের সঙ্গে দেশের তেলের দামের সামঞ্জস্যতা রাখার কথা আমরা যেমন বলি, ঠিক তেমনি ডলারের ক্ষেত্রেও বলতে পারি কিনা। এসময় আয়োজক হিসেবে তিনি সবাইকে ধন্যবাদ জানাই। বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর, অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান এন্টারপ্রেনার বাংলাদেশের প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম, ইএবি-এর প্রেসিডেন্ট সালাম মুর্শেদী, সিপিডি’র ফেলো রিসার্চার তৌফিকুল ইসলাম খান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, সাংবাদিক ইশতিয়াক রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এমআর/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)