X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ১৫:৫৫আপডেট : ৩১ মে ২০১৬, ১৫:৫৫

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

মঙ্গলবার উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫১ কোটি ৬ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৬৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪১ কোটি ৫৮ লাখ টাকা।

তবে এদিন ডিএসইর প্রধান সূচক কমলেও বেড়েছে অন্য দুটি সূচক। আর সিএসইতে বেড়েছে সব সূচক। এদিন ডিএসইএক্স কমেছে মাত্র ৩ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ৭ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৬ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭ কোটি ৪৭ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ১২ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১৮৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, সামিট অ্যালায়েন্স পোর্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন, স্কয়ার ফার্মা, ডোরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ারটেক এবং ইবনে সিনা।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৮৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ১১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১২৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ ‍সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, তিতাস গ্যাস, আমান ফিড, ফ্যামিলি টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, খান ব্রাদার্স পিপি ওভেন, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!