X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

স্বাস্থ্য খাতের উন্নয়নে আরও ১৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৬, ২০:৩১আপডেট : ২৭ জুন ২০১৬, ২০:১১

বিশ্বব্যাংক বাংলাদেশে স্বাস্থ্য খাতের উন্নয়নে ‘হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর আওতায় আরও ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ নিয়ে এই কর্মসূচিতে দাতা সংস্থাটির অর্থায়ন দাঁড়াচ্ছে ৫০ কোটি ৮৯ লাখ ডলার।

রবিবার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অতিরিক্ত অর্থ অধিক সংখ্যক মানুষকে প্রতিষেধক প্রদান, সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে গর্ভবতী মায়েদের সেবার মানোন্নয়ন এবং যক্ষা প্রতিরোধসহ স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহায়তা করবে। এছাড়া এর মাধ্যমে স্বাস্থ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলা হবে, যাতে বাংলাদেশে প্রথমবারের মতো ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান দেওয়া হবে।

আরও জানানো হয়, এ ঋণ পরিশোধের জন্য ৩৮ বছর সময় পাবে বাংলাদেশ। থাকছে ছয় বছরের গ্রেস পিরিয়ড। ঋণের জন্য মাত্র দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান বলেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে যে অগ্রগতি এসেছে তা ‘উল্লেখযোগ্য’। মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় বাংলাদেশের উন্নয়ন বিশ্বে স্বীকৃত। তারপরেও এখনও অনেক বাংলাদেশি মানসম্মত স্বাস্থ্য সেবার জন্য সংগ্রাম করছেন। স্বাস্থ্য সমস্যার কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ব ব্যাংক বলছে, স্বাস্থ্য খাত উন্নয়ন উন্নয়ন কর্মসূচি এবং এর আগে সরকারের নানা উদ্যোগের কারণে ২০১০ সাল থেকে বাংলাদেশে মাতৃ মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে। ২০০৭ সালের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশে ৫ বছরের কম বয়সের শিশু মৃত্যুর হার কমেছে ২৯ শতাংশ। একই সময়ে প্রশিক্ষণ প্রাপ্তদের উপস্থিতিতে সন্তান প্রসবের প্রবণতা ২১ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!