X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথমে জিহাদি পাঠ, পরে সরাসরি রিক্রুটার-এর সংস্পর্শে !

উদিসা ইসলাম
০৭ জুলাই ২০১৬, ১৩:২২আপডেট : ০৭ জুলাই ২০১৬, ১৩:৫০

গত একবছরে শতাধিক তরুণের নিখোঁজের ঘটনাকে শুরুতে গুরুত্ব দিয়ে না দেখলেও, এখন নতুন করে ‍পুরনো জিডির তালিকা খোঁজার কাজ শুরু করেছে পুলিশ। আর এরই মধ্যে গুলশান হত্যাকাণ্ডে ‘জঙ্গি’ হিসেবে নিখোঁজ হওয়া তরুণদের দেখা মেলায় বাকি শতাধিক তরুণের ভাগ্যে কী লেখা হয়েছে, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কীভাবে রিক্রুটমেন্ট হয় প্রশ্নে জঙ্গিবাদ বিষয়ের গবেষণাকরা বলছেন, এদের অধিকাংশই প্রথমে সামাজিক মাধ্যমে জিহাদি লেখা পড়ে উদ্বুদ্ধ হয় এবং পরবর্তীতে সরাসরি রিক্রুটার-এর সংস্পর্শে আসে।

গুলশান হামলার পাঁচ জঙ্গি

শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় অস্ত্রধারীরা। পরদিন সকালে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযানে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। জিম্মি ২০ জনকে আগের রাতেই হত্যা করা হয় বলে জানান অভিযান-সংশ্লিষ্টরা। এ ঘটনায় নিহত পাঁচ জঙ্গির ছবি প্রকাশ পেলে তাদের শনাক্ত করেন স্বজন ও সহপাঠীরা। র‌্যাব -পুলিশ সূত্র জানায়, মাঝে মধ্যেই তারা বিভিন্ন ঘটনায় তরুণদের নিখোঁজ হওয়ার অভিযোগ পায়। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

এদিকে, গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়েছে আইএস  সদস্যরা। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইট থেকে জানা যাচ্ছে, ভিডিওবার্তায় এ হুমকি দিয়েছে সিরিয়ার আর-রাকায় অবস্থানকারী তিনজন বাংলাদেশি আইএস  সদস্য।এদের একজনকে ছবি দেখে শনাক্ত করতেও সক্ষম হয়েছেন তার পরিচিতজনেরা।

পর্যবেক্ষকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রে বিত্তবান পরিবারের সন্তানদের মাঝে এধরনের হঠাৎ নিখোঁজ হওয়ার প্রবণতা বেড়েছে। বিত্তবানের সন্তানেরা কেন এই সংগঠনে যুক্ত হচ্ছে প্রশ্নে জঙ্গিবাদ বিষয়ের গবেষক  নির্ঝর মজুমদার বলেন, উচ্চবিত্ত সন্তানরা পালাচ্ছে বা যোগ দিচ্ছে। কারণ, তারাই রিক্রুটমেন্টের লক্ষ্য ছিলো। তাদের লক্ষ্য করেই রিক্রুটমেন্ট ক্যাম্পেইন চালিয়েছে জঙ্গিরা। আর যোগ দেওয়ার ক্ষেত্রে একটা ধরণ লক্ষণীয়। উচ্চবিত্ত ও প্রভাবশালী পরিবারের সন্তানদের টার্গেট করতো হিযবুত তাহরীর, যারা আদর্শিকভাবে আইসিসের সমান্তরাল। এদের অধিকাংশই প্রথমে সামাজিক মাধ্যমে জিহাদী লেখা পড়ে অনুপ্রাণিত হয় এবং পরবর্তীতে সরাসরি রিক্রুটার -এর সংস্পর্শে আসে।

বাংলাদেশকে কেন টার্গেট করা হলো প্রশ্নে তিনি বলেন, সাংগঠনিক কাঠামো ছাড়া জঙ্গিবাদী কার্যক্রম বা রিক্রুটমেন্ট করা সম্ভব না। অর্থাৎ এখানে একটা সাংগঠনিক কাঠামোর অস্তিত্ব আছে। বাংলাদেশ টার্গেট হওয়ার কারণ ভৌগোলিক এবং রাজনৈতিক। বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারলে ভারতে হামলা চালানো বা প্রভাব বিস্তার করা সহজ হবে, এটা সরাসরি আইএস -এর কথা। আর ভৌগোলিকভাবে বাংলাদেশে প্রভাব বিস্তার করা মানে ভারত, মায়ানমারসহ যেসব দেশে জঙ্গিবাদী কার্যক্রম দুর্বল, সেসব দেশে তা জোরদার করা।

এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, নিখোঁজ হওয়া সাধারণ ডায়েরিগুলোর খোঁজ নেওয়া ও তালিকা করার ব্যবস্থা হচ্ছে। তবে একাধিক থানায় খোঁজ নিয়ে দেখা গেছে, তেমন কোনও নির্দেশনা তারা এখনও পায়নি।

ঢাকার থানাগুলোয় যোগাযোগ করে দেখা গেছে, তারা নিখোঁজ বিষয়ে এখনও কাজ শুরু করেননি। ভারপ্রাপ্ত কর্মকর্তারা এখনও এ বিষয়ে কিছু জানাতে চান না বলে উল্লেখ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর থানার এক কর্মকর্তা বলেন, এ ধরনের ঘটনা নিয়ে কয়েক মাস থেকেই কানাঘুষা আছে। যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজবেন কী করে। সংখ্যা কত তা খুঁজতে সময় লাগবে।

গুলশান হামলাকারীদের অভিভাবকরা দাবি করেন, তারা তাদের সন্তানদের খোঁজ না পেয়ে পুলিশে জানিয়েছিলেন। গুলশান ঘটনায় নিহত জঙ্গি রোহানের বাবা ইমতিয়াজ দাবি করেছেন, তিনি ছেলেকে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় জিডি করতে গেলে এ ধরনের আরও ‘বড় ঘরের সন্তানেরা’ নিখোঁজ হচ্ছে বলে জানতে পেরেছিলেন।

/এপিএইচ/

আরও পড়ুন:

জঙ্গি ভিডিও, ছবি ও বার্তা শেয়ার বা লাইক দিলে ব্যবস্থা

গুলশান হামলায় অর্ধশত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ, পুলিশ হেফাজতে ৫ জন

রোহানের পর এবার নিবরাসের বাবা-মা ক্ষমাপ্রার্থী!

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: ‘থ্রিমা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল জঙ্গিরা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ