X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
শুভেচ্ছা দূত বিতর্ক

সালমানকে নিয়ে যা বললেন ক্যাটরিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ এপ্রিল ২০১৬, ০০:০৯আপডেট : ২৭ এপ্রিল ২০১৬, ০০:০৯

রিও অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা দূত হিসেবে বলিউড তারকা সালমানকে নির্বাচনের পর থেকেই চলছে বিতর্ক। বিভিন্ন মহল থেকে সমালোচনা আসছে একের পর এক। এ বিতর্কে এবার যোগ দিয়েছেন সালমানের সাবেক প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

সালমান ও ক্যাটরিনা।বন্ধুত্বসূলভ বিদ্রুপ করে ক্যাটরিনার দাবি, সালমানের জন্য বিতর্ক নতুন নয়। তিনি বলেন, ‘সালমানকে নিয়ে সমালোচনা-বিতর্ক, এটা আর নতুন কি!’ অবশ্য ক্যাটরিনা এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনীত ‘বার বার দেখো’ সিনেমা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন ক্যাট। এক্সেল এন্টারটেইনমেন্ট ও করন জোহরের ধর্ম প্রোডাকশন সিনেমাটি সহ-প্রযোজনা করছে।

ক্যাটরিনা বলেন, ‘আমি এ বিতর্ক নিয়ে কিছুই জানি না। কিন্তু আমি মনে করি, যারা তাকে নির্বাচন করেছেন, তারা সঠিক ব্যক্তিকেই নিবার্চন করেছেন। আমি এ বিষয়ে বেশি কিছু জানি না। আমি মনে করি, সালমান তার ফিটনেসের কারণে বেশ পরিচিত।’

এ বিষয়ে করন জোহরের মন্তব্য চাওয়া হলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি সালমান খানকে পছন্দ করি। সে যাই করুক, আমি মনে করি তিনিই সেরা।’

সিদ্ধার্থের মতামত জানতে চাইলে এ বিতর্ক সম্পর্কে তিনি অবগত নন বলে জানান। তিনি বলেন, ‘যারা তাকে নির্বাচন করেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’

১৯৯৮ সালে চিনকারায় হরিণ শিকার থেকে ২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় সালমানকে নিয়ে বেশ বিতর্ক হয়েছে। সর্বশেষ বিতর্কটি শুরু হয়, আসন্ন অলিম্পিকে ভারতের শুভেচ্ছা দূত হিসেবে তাকে মনোনীত করার পর। এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। তিনি বলেন, ‘অলিম্পিকের মতো খেলায় দূত হিসেবে বলিউড তারকার কোনও দরকার নেই।’

এর আগে সোমবার সালমানের বাবা সেলিম খান তার পক্ষ নিয়েছেন। এক টুইটে তিনি বলেন, ‘সালমান হয়ত কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি কিন্তু সে ভালো মানের সাঁতারু, সাইক্লিস্ট ও ভার উত্তোলনকারী। ক্রীড়াবিদরা পারফর্ম করতে পারছেন আমাদের ক্রীড়াপ্রেমী আছে বলেই।’
মিলখা সিংকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মিলখা জি, এটা শুধু বলিউড নয়। এটা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি। যা বিশ্বের সবচেয়ে বড়।’
সেলিম খান আরও বলেন, ‘‘ভুলে যাবেন না এই বলিউড ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার মধ্য দিয়ে হারিয়ে যাওয়া আপনাকে সামনে নিয়ে এসেছে।’’

সূত্র: এনডিটিভি।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা