X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

‘মানুষ আমাকে পুড়িয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০৩:৫২

নিজের কবিতা পাঠ করেন হেলাল হাফিজ ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’

১৯৬৯ সালে লেখা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতার এই লাইনগুলো তরুণদের রক্তে দ্রোহের বীজ ছড়িয়েছিল। ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থে এই ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র সঙ্গে থাকা প্রেমের কবিতাগুলো দিয়ে হেলাল হাফিজ পরিণত হন কালের অন্যতম জনপ্রিয় কবিতে। ২৭টি সংস্করণ বের হওয়া এই একটি বই দিয়ে হেলাল হাফিজ যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তার নজির বাংলা সাহিত্যে আর নেই।

লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করা এই কবি হাজির হলেন লিট ফেস্টের মঞ্চে। উৎসবের শেষ দিনে শনিবার (১৮ নভেম্বর) বাংলা একাডেমির লনে তিনি পড়ে শোনান তার বহুলপঠিত সব প্রেম ও দ্রোহের কবিতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজার সঞ্চালনায় মঞ্চে নিজের লেখা কবিতা আবৃত্তির পাশাপাশি নিজের জীবনের কথাও তুলে ধরেন হেলাল হাফিজ।

হেলাল হাফিজ বলেন, ‘কবিতা এমন এক পিতৃঘাতী শব্দের শরীর, যা মানুষকে অমরত্ব দেয়, শেষ করে দেয়; লণ্ডভণ্ড করে দেয় মানুষের সংসার। এমন এক শব্দের নেশায় আমি যেদিন বুঁদ হয়েছিলাম, আসক্ত হয়েছিলাম; সেদিন আমি শপথ করেছিলাম- কবিতা দিয়ে বিত্ত নয়, আমি আমার জীবদ্দশায় মানুষ জমাতে চাই। মানুষ আমাকে পুড়িয়েছে, আমিও মানুষকে পুড়িয়েছি।’

বিখ্যাত ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা প্রসঙ্গে কবি বলেন, তিনি নিজে কখনও মিছিলে যাননি। তবে সে সময়ের পরিস্থিতি তাকে ভীষণভাবে তাড়িত করেছিল। তারই ফসল এই অবিস্মরণীয় কবিতা। ১৯৪৮ সালে নেত্রকোনায় জন্ম নেওয়া এবং ২০১৩ সালে বাংলা একাডেমি পদক বিজয়ী হেলাল হাফিজ এরপরই সকণ্ঠে আবৃত্তি করেন তার বিখ্যাত সব কবিতা। আর তাতে মুগ্ধ দর্শকসারিতে তখন মুহুর্মুহু করতালি।

দর্শক আসনে বসে কবির সেশনটি উপভোগ করেন ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ ও আহসান আকবার। তাদের সঙ্গে অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন ও লেখক বেন ওকরিও কবি হেলাল হাফিজের আবৃত্তি উপভোগ করেন।

/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ঢাকা লিট ফেস্টের
পর্দা নামলো ঢাকা লিট ফেস্টের
ডিএসসি দক্ষিণ এশীয় সাহিত্য পুরস্কার পেলেন শ্রীলঙ্কার আনুক আরুদপ্রাগাসাম
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত