X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ব্যবসায়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৩

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. ইকবাল হোসেন (৪০) নামে এক পোল্ট্রি ব্যবসায়ী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার কিছু খোয়া গেছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার স্বজনরা বলছেন, ব্যবসায়িক কারণে তার কাছে কয়েক লাখ টাকা সবসময় থাকে। টাকা বহনের সেই ব্যাগ পাওয়া যায়নি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তার সহযাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করান।

উদ্ধারকারীদের একজন বাসযাত্রী মো. পাভেল জানিয়েছেন, মিরপুর থেকে গুলিস্তানমুখী তানজিল পরিবহনের একটি বাসে এক যাত্রী কারওয়ান বাজার এলাকায় চলন্ত বাসে অজ্ঞান হয়ে পড়েছিলেন। বিষয়টি অন্যান্য যাত্রীরা বুঝতে পেরে জাতীয় সেবা নম্বর ‘৯৯৯’ এ কল করে। পরে তাকে শাহবাগে নামিয়ে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে পরে তাকে অচেতন অবস্থায় বেলা ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

ওই যাত্রীর কাছে থাকা মোবাইল থেকে নম্বর নিয়ে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার নাম- ঠিকানা জানা যায়। আর খবর পেয়ে যাত্রাবাড়ী থেকে ওই যাত্রীর সম্পর্কে মামা ওহাব মিয়া হাসপাতালে আসেন।

পরে ওহাব জানিয়েছেন, মো. ইকবাল হোসেন বগুড়ার সদর উপজেলার বাউন পাড়ার বাসিন্দা। তিনি বগুড়ায় একজন পোল্ট্রি ব্যবসায়ী। রাজধানীর বিভিন্ন বাজারে মুরগি সাপ্লাই দিয়ে থাকেন।

ওহাব মিয়া বলেন, আমি যতটুকু জানতে পেরেছি, তিনি ঢাকায় এসে মিরপুরে তার ভাগনে শাওনের বাসায় ওঠেন। সেখান থেকে মাতুয়াইলে স্বজনদের কাছে যাওয়ার জন্য রওনা হন ইকবাল। পরে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

তিনি আরও বলেন, ইকবাল ঢাকায় আসলে ব্যবসায়িক কাজে তার কাছে প্রায় সবসময়ই ৪ থেকে ৫ লাখ টাকা থাকে। তবে আজ কত টাকা ছিল, তা জানতে পারিনি। তার কাছ থাকা ব্যাগটিও পাওয়া যায়নি, সবই খোয়া গেছে। তার জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা ও টাকা খোয়ার পরিমাণ জানা যাবে বলেও জানান তিনি।

/এআইবি/এএইচ/ইউএস/
সম্পর্কিত
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
‘বাংলাদেশ ও ভারত একই লক্ষ্যে এগোচ্ছে’
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি