X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘দেশকে অনেক কিছু দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ০০:০০আপডেট : ০১ মে ২০২৩, ০০:০২

ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশকে অনেক কিছু দিয়েছেন। তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, একজন বিপ্লবী রাজনৈতিক কর্মীও ছিলেন। জনস্বার্থকেন্দ্রিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেতেন তিনি। জনগণের স্বার্থের জায়গা থেকে তিনি সব সময় চিকিৎসাকে পড়ার চেষ্টা করেছেন।

রবিবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণা অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকরা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য আন্দোলন।

জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করে কবি ও চিন্তাবিদ এবং উবিনীগের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মজহার বলেন, ড. জাফরুল্লাহকে শুধু একজন চিকিৎসক হিসেবে বিবেচনা করলে ভুল হবে। তিনি একজন বিপ্লবী রাজনৈতিক কর্মী ছিলেন। কিন্তু তিনি খুব তাত্ত্বিক কথাবার্তা বলতে পছন্দ করতেন না। তার সাধারণ লেখায় অসাধারণ সব দর্শন নিহিত আছে। তিনি স্বাস্থ্যক্ষেত্রে ওষুধনীতির বিপ্লব এনে দিয়েছেন। জনগণের স্বার্থের জায়গা থেকে তিনি সব সময় চিকিৎসাকে পড়ার চেষ্টা করেছেন।

জাফরুল্লাহ চৌধুরী রাজনীতির পরিবর্তন চেয়েছিলেন মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, তিনি (জাফরুল্লাহ) রাজনীতি করেছেন। তিনি চেয়েছিলেন এই ব্যবস্থার পরিবর্তন হোক। তাই আমি বলবো, তাকে নিয়ে শোক করার কিছু নেই। তাকে নিয়ে আনন্দ করার আছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাফরুল্লাহ চৌধুরীর মুক্তিযুদ্ধ কখনও শেষ হয়নি। তিনি পাওয়ার হাউস কেন্দ্রিক রাজনীতি করতে না। তিনি জনগণকে ক্ষমতাশীল করার রাজনীতি করেছেন। সব তত্ত্ব, তন্ত্র তার জানা ছিল কিন্তু তিনি কথা বলতেন সাধারণ মানুষের ভাষায়। বর্তমানে যারা তরুণ রাজনীতিবিদ, তাদের তার দর্শন থেকে অনেক কিছু শেখার আছে। জনস্বার্থকেন্দ্রিক আন্দোলনের সঙ্গে তিনি সম্পৃক্ত হয়ে যেতেন।

‘দেশকে অনেক কিছু দিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী’

পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এম মোজাহেরুল হক বলেন, জাফরুল্লাহ চৌধুরীকে মূল্যায়ন করার মতো কেউ নেই৷ তিনি দেশকে অনেক কিছু দিয়েছেন। দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বাস্থ্য আন্দোলন এখনও চলছে। চিকিৎসকদের সেবায় দেশের কেউই সন্তুষ্ট না। তার মানে জনগণ প্রকৃত স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এখানে স্বাস্থ্য ব্যয় বেশি আবার স্বাস্থ্য খাতে বাজেট কম। দুর্নীতি, অদক্ষতায় স্বাস্থ্য মন্ত্রণালয় ধুঁকছে।

বাবার স্মৃতিচারণা করে জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিস হাসান চৌধুরী বলেন, বাবা সব সময় একটা কথা বলতেন যে আমাদের চিকিৎসাব্যবস্থা কোনও দিনও বদলাবে না, যত দিন না এ দেশের ভিআইপিরা চিকিৎসা করতে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাওয়া বন্ধ না করবে।

গণস্বাস্থ্যকেন্দ্রের (স্বাস্থ্য বিভাগ) সমন্বয়ক ডা. মনজুর কাদির বলেন, আমরা জাফর ভাইকে ভেতর থেকে বুঝেছি। ওনার সাধারণ জীবনযাপন একেবারে উনাকে কাছ থেকে না দেখলে অনুধাবন করা যায় না। গণস্বাস্থ্যকেন্দ্র তিনি যে নীতি-আদর্শে গড়ে তুলেছেন, আমরা তা এগিয়ে নিয়ে যাবো।

স্বাস্থ্য আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরিদা আখতারের সঞ্চালনায় ও ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটি সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম এপিডেমিওলজি ও রিসার্চ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
ক্যানসার দমাতে পারেনি মাহাথিরকে, হতে চায় মানবিক চিকিৎসক
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প