X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হঠাৎ বৃষ্টিতে সড়কে যানজট, ঘরমুখী মানুষের ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৪, ১৯:১০আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২০:৩১

রাজধানীতে সকাল থেকে রাস্তায় যানবাহনের চাপ কম থাকলেও দুপুর গড়িয়ে বিকাল হতেই নামে ঝুম বৃষ্টি। অফিস ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ায় বিভিন্ন পয়েন্টে যেমন যানজট হয়েছে, তেমনি বাড়ছে ঘরমুখী মানুষদের ভোগান্তি।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা পৌনে তিনটার দিকে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। মুষলধারে বৃষ্টিতে ভিজে গেছে ঢাকার রাস্তাঘাট। বৃষ্টির পানি রাস্তায় জমে থাকায় যানজট সৃষ্টি হতে দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। ফলে ভোগান্তিকে সঙ্গে করেই গন্তব্যে ফিরছেন মানুষ।

অসহ্য ভোগান্তিতে যাত্রীদের অনেকে বিভিন্ন মাধ্যমে দুঃখ প্রকাশ করছেন।

বিকাল তিনটার পর থেকে নগরের ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, শান্তিনগরের প্রধান প্রধান সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে। রাস্তায় পানি জমে থাকায় যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকতেও দেখে গেছে। 

বিমানবন্দর থেকে বিআরটিসি বাসে খামারবাড়ি আসছিলেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ আহম্মেদ সালেহীন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পর গাড়িটি এক টানে এলেও ফার্মগেট ঢালে নামতে গিয়ে ব্রিজের ওপরে আটকে থাকে টানা ২০ মিনিট।

বৃষ্টির পানিতে ডুবে গেছে সড়ক

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, মহাখালীতে দেখলাম রাস্তা ফাঁকা। এদিকে এসে দেখি যানজট। ফার্মগেট নামের আগেই আমাদের বহন করা গাড়িটি আটকে যায় ব্রিজের ওপর। ১৫ থেকে ২০ মিনিট এক জায়গায় দাঁড়িয়ে আছে। কোথাও ফাঁকা আবার কোথাও যানজট। বিষয়টা বুঝতেছি না। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৬টায় জ্যামে আটকে ছিল তাকে বহন করা বাসটি।

আরেক যাত্রী ঝর্ণা রায় বলেন, বৃষ্টি নামার দুই ঘণ্টা পার হয়ে গেলো। এখনও রাস্তায় পানি জমে আছে, সরছে না। রিকশা নিয়ে পানি ভেঙে চলতে হচ্ছে।

জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের বাংলামোটরে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তা (টিআই) নিউটন বাংলা ট্রিবিউনকে বলেন, আজ বিকালে বৃষ্টির পর থেকেই রাস্তায় যানবাহনের প্রচুর চাপ। আমাদের একটু পর পরই সিগন্যাল ফেলতে হচ্ছে। সকালে রাস্তায় গাড়ির চাপ কম ছিল। মূলত বৃষ্টির কারণেই রাস্তায় যানবাহনের ধীরগতি হওয়ায় এমনটা হয়েছে।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট সাফায়েত হোসেন বলেন, বিকালের পর বিভিন্ন অলিগলিতে এলোমেলোভাবে ব্যক্তিগত যানবাহন প্রবেশ করায় ফার্মগেট, বিজয় সরণি ও কাওরান বাজারের দিকে যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন পয়েন্ট ফাঁকা রয়েছে, যানবাহনের চাপও কম রয়েছে।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
আরও বিস্তৃত হবে তাপপ্রবাহ, তবে সিলেটে হতে পারে বৃষ্টি
মোংলায় নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা
সর্বশেষ খবর
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
কক্সবাজার সৈকতে পর্যটকের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই