X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সিআইডি কর্মকর্তা সেজে তরুণীর সঙ্গে প্রেম, হাতিয়ে নিয়েছে অর্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২০:৩৪আপডেট : ২১ মার্চ ২০২৪, ২০:৩৪

সামাজিক যোগাযোগমাধ্যম (ফেক ফেসবুক আইডি, ইমো, টিকটক) ব্যবহার করে সিআইডির পরিদর্শক পরিচয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতো। কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতো। এরপর এসব প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতো যুবক। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন ওরুফে নয়ন (৩০)। বুধবার (২০ মার্চ) গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি সিআইডি সদৃশ একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি নকল পিস্তল (গ্যাস লাইটার), একটি সিআইডির ভুয়া আইডি কার্ড এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি জানান, প্রতারক মোশারফ হোসেন নয়ন সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইমো, টিকটক) ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এরপর সুযোগ বুঝে তাদের ভিডিও কল করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতো। সে ভুক্তভোগীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে এসব সংগ্রহ করে প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতো।

এক ভুক্তভোগী তরুণীর অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমে সিআইডি সাইবার পুলিশ সেন্টার টিম নয়নকে গ্রেফতার করে। তার স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। এসব ছবি ও ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।

গ্রেফতার ব্যক্তির বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা আরও জানান, সে সিআইডি পরিদর্শক পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন টেইলার্সের সঙ্গে সখ্য করে সিআইডির জ্যাকেটের আদলে জ্যাকেট তৈরি করে এবং অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ওয়াকিটকি ও পিস্তল-সদৃশ গ্যাস লাইটার হোম ডেলিভারি নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা করে আসছিল।

গতকাল বুধবার (২০ মার্চ) পল্টন মডেল থানা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নয়নের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
৪৪৮ হজযাত্রীর ভিসা হয়নি, এজেন্সির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি
‘কমলা ভাসিন অ্যাওয়ার্ডের’ জন্য আবেদকারীদের দৃষ্টি আকর্ষণ
‘মিজু গ্যাংয়ের’ মূলহোতাসহ ১১ জন গ্রেফতারমিজানুর থেকে ‘মিজু গ্যাং’, টেলিগ্রামে চাঁদাবাজি-ছিনতাইয়ের পরিকল্পনা
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা