X
সোমবার, ১৩ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

কান্তজীউ মন্দিরের জমি দখলের চেষ্টায় ১৭ নাগরিকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ০১:০২আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:০২

ঐতিহ্যবাহী টোরাকোটা শিল্পের অনুপম শিল্পকীর্তি দিনাজপুরে বিশ্বখ্যাত কান্তজীউ ‘মন্দিরের জমি দখল করে’ মসজিদ নির্মাণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের ১৭ বিশিষ্ট নাগরিক।

রবিবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিশিষ্টজনরা বলছেন, মহারাজা প্রাণনাথ রায়ের উদ্যোগে ও অর্থায়নে নির্মিত মন্দিরের দেয়ালে উৎকীর্ণ টেরাকোটা শিল্প কর্ম শুধু বাংলাদেশের জন্য নয় মানব ইতিহাসের শিল্প ও রুচিবোধের সাক্ষ্য বহন করে। মন্দিরের গায়ে উৎকীর্ণ টেরাকোটায় শুধু রামায়নের ঘটনা ও চরিত্র নয় মুসলিম সম্প্রদায়ের মোঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য কীর্তি একই সঙ্গে উৎকীর্ণ করা হয়েছিল।

কান্তজীর মন্দির যে শিল্পীদের হাতে বিস্ময়কর চিত্রকলার সৃষ্টি হয়েছিল এবং যারা প্রকৌশলী ও শ্রমিক হিসাবে মন্দির নির্মাণ করেছিলেন তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। তারা বলেন, মন্দিরের অনতি দূরে নয়াবাদে মন্দির নির্মাণ শ্রমিকদের নামাজের সুবিধার জন্য মহারাজা প্রাণনাথ রায়ের অর্থায়নে নয়াবাদ মসজিদ নির্মাণ করা হয়েছিল। অনিন্দ্য সুন্দর সেই মসজিদও একটি পুরিকীর্তি। কান্তজীর মন্দির নির্মাণকারী প্রকৌশলী ও শ্রমিকরাই এ মসজিদ নির্মাণ করেছিলেন। 

সম্প্রীতির এমন নিদর্শন পৃথিবীতে বিরল উল্লেখ করে তারা বলেন, এই সম্প্রতির উদাহরণ বিশ্ব ইতিহাসে আমাদের দেশকে করেছিল মহান। সেই মহত্বের শক্তিকে কাজে লাগিয়ে এ জাতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে । 

‘সভ্যতার এ অনুপম নিদর্শন বাংলাদেশের গৌরব। এ প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানব সভ্যতার স্মারক। এ গৌরবের স্মারক কোনোভাবেই হুমকির মুখে ফেলা যাবে না। আমরা দৃঢ়ভাবে উচ্চারণ করতে চাই যে, এ ধরনের আত্নবিনাশী কাজ যে কোনও মূল্যে সরকার ও প্রশাসনকে রুখতে হবে।’

এছাড়া সম্প্রতি পবিত্র রমজান মাসে কতিপয় ধর্মান্ধ মৌলবাদী ব্যক্তির রমজানের পবিত্রতা রক্ষার নামে সনাতন ধর্মের মানুষের উপর চড়াও হয়েছেন এবং তাদের শারীরিকভাবে লঞ্ছিত করার ঘটনা ঘটেছে উল্লেখ করে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

তারা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাব এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা প্রতিহত করার আহ্বান জানান।

বিবৃতিদাতারা হলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, সমাজ বিজ্ঞানী অনুপম সেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও সারওয়ার আলী, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ,  নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের, লাকী ইনাম, শিমূল ইউসুফ, ইতিহাসবিদ মুনতাসীর মামুন, লেখক শাহরিয়ার কবীর, অভিনেতা কেরামত মওলা, নাট্য ব্যক্তিত্ব মিলনকান্তি দে এবং লেখক ও গবেষক গোলাম কুদ্দুছ।

/ইউএস/
সম্পর্কিত
ওয়াটারএইডে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন ব্রিটেনের রাজা
বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে: জিএম কাদের
তবে কি হারিয়ে যাচ্ছে গণঅভ্যুত্থানের স্মৃতিজড়িত ফার্মগেটের আনোয়ারা পার্ক?
সর্বশেষ খবর
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
রুম দখল নিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সন্তানের চিকিৎসা করাতে না পেরে মায়ের আত্মহত্যার অভিযোগ
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সংবাদপত্রের স্বাধীনতা ও  জনগণের ক্ষমতায়ন পরস্পর সম্পর্কযুক্ত: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে সুপারিশ আর কার্যকর নেই: শিক্ষামন্ত্রী
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
বোন রেহানাকে নিয়ে নিক্সন চৌধুরীর বাসায় শেখ হাসিনা
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
ঈদের পর শনিবার স্কুল খোলা থাকছে না
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা
মধ্যপ্রাচ্যে এরদোয়ানের দ্বৈত খেলা: ফিলিস্তিনের প্রশংসা করে ইসরায়েলকে সহায়তা