X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সাভারে লরি উল্টে ৫ গাড়িতে আগুন, দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২৪, ১১:২৫আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১১:২৫

ঢাকার সাভারের জোরপুলে তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হওয়া ৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটোর আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম।

তিনি বলেন, এ ঘটনায় আজ সকাল ৯টা পর্যন্ত বার্ন ইউনিটে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন, মিম (১০), আল-আমিন (৩৫), নিরাঞ্জন (৪৫) ও মিলন মোল্লা (২২)। অন্যদের নাম জানা যায়নি।

এদিকে সাভার প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় তেলবাহী ট্রাকসহ দুটি মালবাহী ট্রাক, একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যানে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ঢাকা ৪ নম্বর জোনের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন খোকন জানান, ঢাকা থেকে নবীনগরগামী একটি তেলবাহী লরি ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় একইমুখী পেছনে থাকা চলন্ত তরমুজ ও সিমেন্টবাহী দুটি ট্রাক দুর্ঘটনাকবলিত তেলবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। পেছনে থাকা আরও একটি পিকআপ ভ্যান ও প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে হলে দুর্ঘটনাকবলিত পাঁচটি গাড়িতেই আগুন ধরে যায়। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনার পর টানা ৩ ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। 

আরও পড়ুন:

তেলবাহী লরি উল্টে ৫ গাড়িতে আগুন, প্রাণ গেলো একজনের

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
পুড়ে যাওয়া বঙ্গবাজার পাচ্ছে নতুন বিপণি বিতান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন
সর্বশেষ খবর
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত: ইরানি কর্মকর্তা
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
অভিযান চালিয়েও কেন রিকশা ঠেকানো যাচ্ছে না রাজপথে?
হেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তহেলিকপ্টারে থাকা সব যাত্রীর নিহতের আশঙ্কা
দুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তদুর্ঘটনাস্থলে পৌঁছেছে রেড ক্রিসেন্ট
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু