X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৪, ১৮:৫২আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ২০:৫৭

রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় ভাঙারির দোকানের আগুনে লাগোয়া জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে মাদ্রাসার ২৫০ শিক্ষার্থীর পাঠ্যপুস্তক (কোরআন), বেডিং ও ট্রাংক পুড়ে গেছে।

শুক্রবার (১২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মসজিদ-মাদ্রাসা এবং সাতটি দোকান পুড়ে যায়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঝাউচর বেড়িবাঁধ এলাকায় একটি মসজিদ-মাদ্রাসা ঘিরে প্রায় ৮ থেকে ১০টি দোকান গড়ে ওঠে। এর মধ্যে অধিকাংশ ছিল ভাঙারির দোকান। এসব ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, হাজারীবাগের ঝাউচরে ১১টা ৫০ মিনিটের দিকে ভাঙারি দোকানে আগুন লাগে। হাজারীবাগ ফায়ার স্টেশনসহ আশপাশের সাতটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশে আগুন ছড়াতে পারেনি। তবে কী কারণে আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন নেভানো শেষে জানা যাবে।

কী ধরনের স্থাপনা ছিল জানতে চাইলে তিনি বলেন, এখানে প্লাস্টিকের ভাঙারি দোকান ছিল। প্রচুর কাগজ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখানে পানির স্বল্পতা থাকায় দূর থেকে পানি আনতে হয়েছে। তারপরও আমাদের প্রচেষ্টায় আগুন বেশি ছড়িয়ে যেতে পারেনি।

আগুনে বিলীন ২৫০ মাদ্রাসাশিক্ষার্থীর পাঠকেন্দ্র

মসজিদের খতিব ও মাদ্রাসাশিক্ষক ফরিদ আহমেদ বলেন, ঈদের ছুটিতে মাদ্রাসা বন্ধ ছিল। শুক্রবার হওয়ায় জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ পাশের একটি পলিথিন ও কার্টনের গোডাউন থেকে আগুন লাগে। দ্রুত আগুন পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, মাদ্রাসায় ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করতো। তারা ঈদের ছুটিতে বাড়ি গেলেও তাদের ট্রাংক, কাপড় ও বিছানাপত্র, পাঠ্যপুস্তক (কোরআন ও হাদিসের বই) মাদ্রাসায় ছিল। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রাখা চাল-ডালসহ সবকিছুই পুড়ে গেছে।

এ নিয়ে ভাঙারির ব্যবসায়ী হাসান মোল্লা বলেন, দোকানে ভাঙারি, কার্টন, পলিথিনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। সবকিছু পুড়ে শেষ। আমার সব শেষ। আমি পথে বসে গেছি।

তিনি আরও বলেন, ‘দোকানভর্তি মালামাল ছিল। ঈদের ছুটির পর এগুলো বিক্রি করার কথা ছিল। অথচ চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেলো। পরিবার নিয়ে পথে বসে গেলাম।’

ঝাউচর মোড় এলাকায় গিয়ে দেখা যায়, হাজারীবাগ এলাকার বেড়িবাঁধ লাগোয়া জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা। একই সঙ্গে আলহাজ সামছুল হুদা জামে মসজিদ। আগুনে মাদ্রাসার সব পুড়ে ছাই হয়ে গেছে। থরে থরে সাজানো পুড়ে যাওয়া মাদ্রাসাছাত্রদের ব্যবহৃত ট্রাংক। ছড়িয়ে-ছিটিয়ে আছে পুড়ে যাওয়া কাপড়, বিছানা ও কোরআনসহ বিভিন্ন খাতা বই। স্থানীয়রা এসব ট্রাংক সরাতে সহযোগিতা করছেন।

/এবি/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
ফায়ার সার্ভিস সদর দফতর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
শাহবাগ থানার জব্দ করা যানবাহনে আগুন
এক মাদ্রাসার সবাই ফেল!
সর্বশেষ খবর
এগোচ্ছে রাশিয়া, খারকিভের দুটি অঞ্চল থেকে পিছু হটলো ইউক্রেন
এগোচ্ছে রাশিয়া, খারকিভের দুটি অঞ্চল থেকে পিছু হটলো ইউক্রেন
জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক সংলাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল, প্রকাশ্যে ভোটের জন্য এমপির ‘দুঃখ প্রকাশ’
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার ক্রয়!
মায়ের গয়না বন্ধক রেখে প্রথম রেকর্ডার ক্রয়!
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
বিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা
যুগপৎ ধারায় আসবে নতুন কর্মসূচিবিএনপির আকস্মিক জেগে ওঠার উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা