X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে মেট্রোরেলে স্বস্তি, শুধু বেলুনে বিপত্তি

জুবায়ের আহমেদ
১৪ এপ্রিল ২০২৪, ২০:৫৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২২:৫১

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। নানান আয়োজনে বাংলার মানুষ এদিন বরণ করে নেয় বাংলা নতুন বছরকে। গ্রামের ঐতিহ্যে লালিত এই উৎসব এখন স্বমহিমায় পালিত হচ্ছে নগরেও। এবারও চারুকলায় মঙ্গল শোভাযাত্রা, রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানসহ নানান সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছেন রাজধানীবাসী। সোহরাওয়ার্দী ও রমনা পার্কেও ঘুরে বেড়িয়েছেন অনেকে। এবার সেই বৈশাখী আনন্দে বাড়তি স্বস্তি যুক্ত করেছে মেট্রোরেল। শাহবাগ ও রমনায় আসা উৎসবপ্রেমী মানুষেরা পরিবার পরিজন নিয়ে সহজেই মেট্রোরেলে যাতায়াত করেছেন। তবে ফেরার পথে শিশুদের আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে মেট্রোরেলের নিয়ম।

নিয়ম অনুযায়ী গ্যাস রয়েছে এমন কোনও কিছু মেট্রোরেল স্টেশনের ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এ নিয়ম অনেকের জানা নেই। তাই বেড়াতে আসা শিশুদের প্রিয় বেলুন কিনে দেন অভিভাবকরা। তবে সেই বেলুনে গ্যাস থাকায় তা নিয়ে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না স্টেশন গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা। এতে মন খারাপ করেছে শিশুরা।

মেট্র্রোরেলের নিরাপত্তাকর্মীরা যাত্রীদের কাছ থেকে বেলুন রেখে দিয়েছেন (ছবি: প্রতিবেদক)

রবিবার (১৪ এপ্রিল) সকাল সন্ধ্যায় টিএসসি ও শাহবাগ স্টেশন ঘুরে দেখা যায়, সকালে যেমন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে মেট্রোরেলে আসেন অনেকে, সন্ধ্যায় যাওয়ার সময় ছিল আরও ভিড়। এছাড়া সারা দিনই ছিল উৎসবপ্রেমীদের যাতায়াত।

নিয়ম না থাকায় বেলুন নিয়ে মেট্র্রোরেলে উঠতে দেওয়া হয়নি কাউকে (ছবি: প্রতিবেদক)

সকালে শোভাযাত্রায় অংশ শেষে বাড়ি ফিরছিলেন নিয়ামুল করিম। মিরপুর কাজীপাড়ার বাসিন্দা নিয়ামুল বলেন, মেট্রোরেল চালু থাকায় এবারের শোভাযাত্রায় অংশ নেওয়ার বিষয়ে নিশ্চিন্ত ছিলাম। বাসার কাছ থেকে মেট্রোরেলে উঠেছি, শাহবাগে এসে নেমেছি। আবার যাচ্ছি কোনও ঝামেলা ছাড়াই।

মেট্রোরেলের টিএসসি ও শাহবাগ স্টেশনে প্রায় সারাদিনেই ছিল ভিড় (ছবি: প্রতিবেদক)

সন্ধ্যায় মেট্রোরেল টিকিট লাইনে দাঁড়িয়ে রুপা বলেন, টিকিট নিতেই যত কষ্ট। এরপর আর কোনও চিন্তা নাই। আগে এলেও একটা টেনশন হতো কীভাবে ফিরবো। বাসগুলোতে জায়গা থাকতো না। কখনও জায়গা পেলেও চাপাচাপি ছিল। জ্যামে দীর্ঘ সময় আটকে থাকতো। বাসচালকরাও গাড়ি থামিয়ে রাখতো। এক কথায় একটা অস্বস্তিকর জার্নি ছিল মেয়েদের জন্য। বাসায় ফিরতে ফিরতে ঘুরে বেড়ানোর আনন্দ মাটি হয়ে যেত।

টিকিট পেতে অপেক্ষা কর হলেও সবাই মেট্র্রোরেলে যাতায়াত করেছেন নির্বিঘ্নে (ছবি: প্রতিবেদক)

বেলুন রেখে দেওয়ায় মেট্রোরেলেই না চড়ার সিদ্ধান্ত জানায় শিশু আমির। তাকে বোঝানোর চেষ্টা করতে করতে আমিরের বাবা সাইফুর রহমান বলেন, আমরা জানতাম না মেট্রোরেলে এসব নেওয়া যায় না। আমরা তো বুঝি, কিন্তু বাচ্চারা এসব বুঝতে চায় না। তাই বেলুন জমা দিয়ে যাচ্ছি।

/এফএস/এমওএফ/
টাইমলাইন: মেট্রোরেল
১৪ এপ্রিল ২০২৪, ২০:৫৪
পহেলা বৈশাখে মেট্রোরেলে স্বস্তি, শুধু বেলুনে বিপত্তি
১০ মার্চ ২০২৪, ১৬:৫২
১০ মার্চ ২০২৪, ১৬:১৬
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩৫
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১১
১৩ নভেম্বর ২০২৩, ১০:০০
০৪ নভেম্বর ২০২৩, ২২:০০
সম্পর্কিত
নয়াপল্টনে সমাবেশের ‘মৌখিক অনুমতি’ পেলো বিএনপি
খিলগাঁওয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও মেলেনি: ডিবি
সর্বশেষ খবর
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
শরণার্থী আবেদন করা ব্যক্তিকে ইউরোপে ঢোকার আগেই ব্যবস্থা নিতে হবে: ইইউ
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
হিন্দুত্ববাদের মন্ত্রে দক্ষিণ ভারত জয় করতে পারবেন মোদি?
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন