X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৫:৫৩

দুই বছর আগে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচায় ভাড়া বাসায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহ্ রিয়ার কবিরের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি সেই ব্যক্তিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাইমুল ইসলাম রিজভী এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি ভিকটিমের জন্মদাতা পিতা। ভিকটিমের মা বর্তমানে বিদেশে রয়েছে। এজন্য আসামির সঙ্গে ভিকটিম ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচার এক ভাড়া বাসায় একই রুমে থাকেন। ভিকটিমকে দেড় বছর আগে থেকে আসামি বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিল। ভিকটিক ভয়ে এই ঘটনার বিষয়ে কাউকে কিছু বলেননি।

অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বেলা আড়াই দিকে আসামি সেই ভাড়া বাসায় মেয়েটিকে আবারও ধর্ষণ করে। ভিকটিম আসামির অত্যাচার সহ্য করতে না পেরে বিষয়টি তার এক প্রতিবেশীকে জানান। পরবর্তী সময়ে বিষয়টি অন্যান্য পরিবারের সদস্য জানলে আসামি বিরুদ্ধে মেয়ে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

একই বছরের ৩০ আগস্ট মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান মনি একমাত্র আসামি করে নুরে আলম ফকিরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচার চলাকালে ছয় জনের সাক্ষ্য নিয়েছেন ট্রাইব্যুনাল।

/এআই/ইউএস/
সম্পর্কিত
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ