X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ২০:৪৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ২০:৪৪

পাসপোর্ট অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পেয়ে রাজধানীর উত্তরাসহ দেশের চারটি পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুদকের সংশ্লিষ্ট অফিসগুলো থেকে এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান চালায়। একইসঙ্গে তিনটি সরকারি দফতরের অভিযোগ তদন্ত করে দুদককে জানাতে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং উত্তরা পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টারের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ পায় দুদক। তাদের বিরুদ্ধে জরুরি পাসপোর্ট, পাসপোর্টের তথ্য সংশোধন ও পাসপোর্ট নবায়ন করিয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের অভিযোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) যৌথ অভিযান চালানো হয়। চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযানকালে তোলা ছবি

রাজধানীর উত্তরা পাসপোর্ট পারসোনালাইজেশন সেন্টারে পাসপোর্টের তথ্য সংশোধন ও নবায়ন করিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে ঘুষ লেনদেন করেছেন বলে অভিযোগ পায় দুদক। এ অভিযোগ পেয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান চালায়। অভিযানে দুদক কর্মকর্তারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার মোবাইল ফোন জব্দ করেন। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে সংগৃহীত তথ্য ও জব্দ করা মোবাইল ফোন অধিকতর বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান অন্যদিকে, দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে একই অভিযোগে অভিযান চালানো হয় স্থানীয় পাসপোর্ট অফিসে। সেখানে দুদকের আভিযানিক দল ছদ্মবেশে কার্যক্রম পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করে। পর্যবেক্ষণের সময় ওই অফিসের দুজন আনসার সদস্য সেবা প্রদানের জন্য অতিরিক্ত অর্থ দাবি করেন। পরে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল ফোনে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক তথ্য পাওয়ায় দুদক দলের সদস্যরা ওই ব্যক্তির মোবাইল ফোনটি জব্দ করেন। অভিযানের সময় সংগৃহীত রেকর্ডপত্র এবং জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে।

নোয়াখালীর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। অভিযানে দুদকের আভিযানিক দলের সদস্যরা সেবাগ্রহীতা এবং ওই অফিসের অন্যান্য কর্মচারীদের সঙ্গে গ্রাহক বেশে কথোপকথনের মাধ্যমে অভিযোগ সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। প্রাথমিক পর্যবেক্ষণে স্থানীয় দালাল এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রধান কার্যালয়ের কতিপয় কর্মচারী পরস্পর যোগসাজশে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে পাসপোর্ট সেবা প্রদান করা হয় বলে দুদক নিশ্চিত হয়। এ বিষয়ে অফিসের অফিস প্রধান ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন দুদকের সদস্যরা।

ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক টিম আকতারুল ইসলাম আরও জানান, ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে দুদকের দল ওই অফিসের কতিপয় কর্মচারীর সঙ্গে দালালদের যোগাযোগের প্রাথমিক সত্যতা পায়। এসময় সংশ্লিষ্টদের কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। 

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ