X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৩:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৪৭

কক্সবাজারের টেকনাফে সাবের (৩৭) নামে এক ব্যবসায়ীকে হত্যা ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাব-৩ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. ইয়াছিন (৩৫), মো. সালমান (২৭), আব্দুল্লাহ (৪৩), সোহাগ (৩২), বাবলু (২৮) ও আব্দুল জব্বার (৩১)।

শামীম হোসেন বলেন, ‘নিহত সাবের টেকনাফ থানার বার্মিজ মার্কেটে জুতার ব্যবসা করতেন। তার দোকানের সামনে ইয়াছিনের একটি বন্ধ দোকান রয়েছে। ইয়াছিন পূর্বশত্রুতার জেরে ব্যবসা শুরুর পর থেকেই সাবেরকে হয়রানি করতো। মার্কেটের অন্য ব্যবসায়ীদের বিষয়টি জানান সাবের। এ কারণে ইয়াছিন তাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ২ এপ্রিল বিকাল ৫টার দিকে নিজ দোকানে জায়গা সংকটের কারণে ইয়াছিনের বন্ধ দোকানের সামনে একটি জুতার বস্তাসহ কয়েক জোড়া জুতা ঝুলিয়ে রাখেন সাবের। এ নিয়ে ইয়াছিনের তার বাগবিতণ্ডা হয়। পরে গ্রেফতার আসামিরাসহ আরও কয়েকজন মিলে ধারালো ছুরি, রামদা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে সাবেরের ওপর হামলা চালান।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘ইয়াছিন হাতুড়ি দিয়ে সাবেরের মাথায় আঘাত করলে সাবের মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও আসামিরা লোহার রড ও হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে সাবের জ্ঞান হারান। পরে মার্কেটের লোকজন এবং সাবেরের ভাই ঘটনাস্থলে এলে আসামিরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় সাবেরের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই সাদেক বাদী হয়ে ১৩ এপ্রিল টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টন এলাকা থেকে ওই ছয় আসামিকে গ্রেফতার করা হয়।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ভুয়া ইঞ্জিনিয়ার সেজে প্রতারণা করে কলেজছাত্রীকে বিয়ে!
কথা দিয়ে রাখেনি আমিন, পাজেরো গাড়িতে ৭ লাখ ইয়াবা
ডাকাতি করতে গিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৪
সর্বশেষ খবর
যাদের কাছে নাম আছে ধাম নাই
জলবায়ু শরণার্থীযাদের কাছে নাম আছে ধাম নাই
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আইইসিসির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু
আইইসিসির উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু
ঝিকরগাছার এক কেন্দ্রে ৪৫ মিনিটে পড়লো ৩২ ভোট
ঝিকরগাছার এক কেন্দ্রে ৪৫ মিনিটে পড়লো ৩২ ভোট
সর্বাধিক পঠিত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
রাইসির বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন ওবায়দুল কাদেরঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নিহত হলেন যারা