X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চার মামলায় বিএনপি নেতা সোহেলের জামিন, তবে কারামুক্তি মিলছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ এপ্রিল ২০২৪, ১৪:৪২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

রাজধানীর পল্টন ও রমনা থানার পৃথক তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে এখনই কারামুক্তি পাচ্ছেন না বিএনপির এই নেতা। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

সোহেলের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন। তিনি বলেন, গত ২১ মার্চ সোহেল এ চার মামলায় উচ্চ থেকে ছয় সপ্তাহের জন্য জামিন পান। তবে সোহেল আরেক মামলায় কারাগারে থাকায় গত ২৮ এপ্রিল কারাগার থেকে আদালতে উপস্থিত করার জন্য প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করি। সেই আবেদন পরিপ্রেক্ষিতে আসামিকে আজ আদালতে উপস্থিত করা হয়। আসামির এই চার মামলায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত সন্তুষ্ট হয়ে আগামী ২৬ জুন পর্যন্ত আসামির জামিনের আদেশ দেন।

তিনি আরও বলেন, তবে কারামুক্ত হতে হলে হাবিব-উন নবী খান সোহেলকে আরও তিন মামলায় তাকে জামিন পেতে হবে। আশা করি খুব শিগগিরই তিনি কারামুক্ত হতে পারবেন। 

গত ৩১ মার্চ সকালে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব-উন নবী খান সোহেল পৃথক তিন মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

জানা যায়, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলাগুলো তার বিরুদ্ধে দায়ের করা হয়। 

/এআই/ইউএস/
সম্পর্কিত
‘রহিম ডাকাত’ থেকে জঙ্গি সংগঠনের প্রধান অস্ত্র সরবরাহকারী
কচুরিপানার মধ্যে ভাসছিল বস্তাবন্দি লাশ: ২১ বছর পর ৩ জনের যাবজ্জীবন
১০৮ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
সর্বশেষ খবর
মশারির মধ্যে মশারি খাটাবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের
মশারির মধ্যে মশারি খাটাবেন না, নেতাকর্মীদের ওবায়দুল কাদের
হেরে গেলো ছোটনের দল
নারী ফুটবল লিগহেরে গেলো ছোটনের দল
‘আমলানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে গণমুখী বাজেট তৈরি করতে হবে’
‘আমলানির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে গণমুখী বাজেট তৈরি করতে হবে’
ভারতের জাসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট
নারী প্রিমিয়ার লিগভারতের জাসিয়ার সেঞ্চুরি, সাবেকুনের ৪ রানে ৫ উইকেট
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন