X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কিরগিজস্তানে কাজ দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৪, ২০:০৬আপডেট : ০৭ মে ২০২৪, ২০:১০

‘জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল’ ট্রাভেল এজেন্সির নামে ইউটিউবে বিজ্ঞাপন দিতো একটি সংঘবদ্ধ ‘মানবপাচার’ চক্র। বিজ্ঞাপনে কিরগিজস্তানের ওয়ার্কিং ভিসার প্রচারণা চালানো হতো। আগ্রহীরা বিজ্ঞাপন দেখে যোগাযোগ করলে কিরগিজস্তানের ভিসা দেওয়ার নামে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। এভাবে কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি। মঙ্গলবার (৭ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান।

এর আগে, সোমবার (৬ মে) রাজধানীর পল্টন থেকে ওই চক্রের তিন সদস্যকে গ্রেফাতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন– ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদী (২৪)। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি ফোন উদ্ধার করা হয়।

বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া এলাকার বাসিন্দা রিকশাচালক মোহাম্মদ সোনা মিয়া। ইউটিউবে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের প্রচারিত বিজ্ঞাপন দেখতে পান তিনি। বিজ্ঞাপনে বলা হয় ৫ লাখ টাকায় কার ওয়াশের ওয়ার্কিং ভিসায় কিরগিজস্তানে লোক নেওয়া হবে। বেতন হবে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। খাওয়া নিজের, থাকা কোম্পানির।

তিনি বলেন, ‘প্রচারিত বিজ্ঞাপনের ফাঁদে পড়ে রাজধানীর নয়াপল্টনে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের অফিসে যোগাযোগ করেন সোনা মিয়া। কিরগিজস্তানে যাওয়ার জন্য গরু, রিকশা, ঘর বিক্রি করে ওই প্রতিষ্ঠানের কাছে টাকা জমা দেন তিতি। তার সঙ্গে ফরিদপুরের মো. আকাশ শেখ (২১) ও মো. আকতার সরদারও (২৩) টাকা জমা দেন।’

সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘ওই প্রতিষ্ঠান থেকে আগ্রহীদের কিরগিজস্তানের ভিসা ও বিমান টিকিট দেওয়া হয়। গত ৭ এপ্রিল তারা কিরগিজাস্তানে যাওয়ার উদ্দেশে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন পুলিশ অনলাইনে ভিসার তথ্য না পেলে তাদের যাত্রা স্থগিত করে। পরে তারা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এ ঘটনায় ২২ এপ্রিল ডিএমপির পল্টন থানায় মামলা করেন তারা। মামলার সূত্রে ওই তিন জনকে গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিরা এ পর্যন্ত যাদের অভিবাসীকর্মী হিসেবে কিরগিজস্তান পাঠিয়েছে, তাদের অধিকাংশই সেখানে মানবপাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মামলাটির তদন্ত অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
‘স্বামীকে হারিয়েছি, এখন কী করবো বুঝতে পারছি না’
সেলসম্যান অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালাতো সাগর
সর্বশেষ খবর
রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নীরবতা রহস্যজনক: ১২ দলীয় জোট
রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নীরবতা রহস্যজনক: ১২ দলীয় জোট
গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান
গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক