X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সড়কে নিম্নমানের বিটুমিন: ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়ক পরিদর্শন দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ২১:৩৭আপডেট : ০৮ মে ২০২৪, ২১:৩৭

সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দেশের তিনটি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে প্রয়োজনীয় তদন্ত শেষে দুদককে অবহিত করতে তিনটি সরকারি দফতরে চিঠি দিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।

বুধবার (৮ মে) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিনের ব্যবহার ও অন্যান্য অনিয়মের অভিযোগে ঝিনাইদহের দুদক কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে সরেজমিনে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার রাস্তার বেশকিছু স্থানে পিচ ও পাথরে জমাট বাঁধা উঁচু ঢিবি এবং বড় গর্ত দেখা গেছে। এলাকাবাসীর বক্তব্য পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়। রাস্তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সেখানকার রিপোর্ট পাওয়ার পর অভিযোগের বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

কুড়িগ্রামে রেলপথ সংস্কার প্রকল্পে অনিয়মের অভিযোগ

একইদিন কুড়িগ্রাম জেলার উলিপুর-চিলমারী রেলপথ সংস্কার প্রকল্পে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের ধার সংস্কার করার অভিযোগে দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন দুদক সদস্যরা। একইসঙ্গে স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা। পরে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দফতর থেকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

মানিকগঞ্জে পদ্মার তীর সংরক্ষণ কাজে অনিয়মের অভিযোগ

আকতারুল ইসলাম আরও জানান, মানিকগঞ্জ জেলার উজানপাড়া থেকে কাঞ্চনপুর ইউনিয়নের বৌদ্ধকান্দি পর্যন্ত পদ্মা নদীর তীর রক্ষা কাজে নিম্নমানের জিওব্যাগ ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের ঢাকা-২ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে অভিযোগের জায়গা পর্যবেক্ষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। আরও যাচাইয়ের জন্য অভিযোগে উল্লেখ করা জিও ব্যাগগুলোর নমুনা জব্দ করা হয়েছে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
গুলশান ও জয়পুরহাটে দুদকের অভিযান
এতিমখানার অনুদানের টাকা দিতেও ঘুষ গ্রহণ: দুদকের অভিযান
সর্বশেষ খবর
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ