X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি

কবির হোসেন
০৫ মে ২০২৪, ১৯:০০আপডেট : ০৫ মে ২০২৪, ১৯:১৭

রাজধানীসহ সারা দেশে এপ্রিলের শুরু থেকেই চলছে তাপপ্রবাহ। বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে-গড়ছে। সারা দেশে টানা তিনবার হিট অ্যালার্ট জারি করে সরকার। গরমের কারণে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। তবে তাপমাত্রা কিছুটা কমে আসায় রবিবার (৫ মে) থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এতে সপ্তাহের কার্যদিবসের প্রথম দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। বিকালে তা আরও বাড়ে। যানজট-গরম ভোগান্তি বাড়ছে রাজধানীবাসীর।

রবিবার সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির চাপ দেখা গেছে। গাড়ি ছিল অলিগলিতেও। তীব্র যানজটের কারণে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি অনেকে। সাধারণ মানুষ বলছে, পায়ে হেঁটে চলার স্থান পর্যন্ত পাওয়া যাচ্ছে না।

চাপ বেড়েছে রাজধানীর প্রধান সড়কগুলোতে। ছবি: সাজ্জাদ হোসেন

সরেজমিনে দেখা গেছে, ঢাকার প্রবেশমুখসহ গাড়ির চাপ বেড়েছে মতিঝিল, গুলিস্তান, প্রেসক্লাব, শাহবাগ, কাওরান বাজার, সায়েন্স ল্যাব, নিউমার্কেট, মিরপুর রোড, আসাদগেট ও শ্যামলীতে। এদিকে কাকরাইল, মৌচাক, মালিবাগ, রামপুরা, বাড্ডা, বিশ্বরোড, বনানী, গুলশান, মহাখালী, উত্তরাতেও যানজট দেখা গেছে।

ট্রাফিক বিভাগ বলছে, কয়েকদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সকালের দিকে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজকেন্দ্রিক যানবাহনের চাপ বেড়েছে। চাপ বেড়েছে প্রধান সড়কগুলোতেও।

রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে। ছবি: নাসিরুল ইসলাম

প্রায়ই প্রতিদিনই সকালে মোটরসাইকেলে চড়ে পল্টনের বাসা থেকে মগবাজারের দিকে কাজের উদ্দেশে বের হন মশিউর রহমান। আজ তীব্র যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছান তিনি। বাংলা ট্রিবিউনকে মশিউর রহমান বলেন, ‘ঈদের পর তেমন যানজটে পড়তে হয়নি। আজ যানজট ঠেলে গন্তব্যে আসতে হয়েছে। যদি সড়কে গাড়ির চাপ কম থাকে তাহলে পল্টন থেকে মগবাজার আসতে আমার সময় লাগে ১০ মিনিট, আজ তা দাঁড়িয়েছে ৪০ মিনিটে। গলিতে ঢুকে জ্যামে পড়েছি।’

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় রাজধানীতে যানজট বেড়েছে। ছবি: সাজ্জাদ হোসেন

কাওরান বাজার সোনারগাঁও ট্রাফিক সিগন্যালে জ্যামে আটকে থাকা লাভলী পরিবহনের বাসের হেলপার সাব্বির আহম্মেদ বলেন, ‘আজ সকাল ১১টার পর থেকে শ্যামলী আগারগাঁও এবং কলেজ গেট এলাকায় প্রচন্ড জ্যাম পেয়েছি। জ্যাম ঠেলে গাড়ি নিয়ে আসতে হয়েছে। প্রতিটি সিগন্যলালেই অতিরিক্ত সময় দাঁড়াতে হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় আজ রাস্তায় অনেক গাড়ি।’

রাজধানীতে যানজট: ছবি: নাসিরুল ইসলাম

বিকাল ৪টার দিকে কাওরান বাজার সোনারগাঁও ট্রাফিক সিগন্যালে গেলে দেখা যায়, দায়িত্বরত ট্রাফিক সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। সেখানে কথা হয় ট্রাফিক সদস্য আলহাজ্জ্ব ও ট্রাফিক সার্জেট রেজাউল করিমের সঙ্গে। রেজাউল করিম বলেন, ‘আজ রাস্তায় গাড়ির চাপ রয়েছে যথেষ্ট। বিশেষ করে ফার্মগেট ও বাংলামটর দুই দিকেই গাড়ির চাপ রয়েছে। ফলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে সিগন্যাল ফেলতে হচ্ছে।’

তীব্র যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছান নগরবাসী: ছবি: নাসিরুল ইসলাম

ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গরমের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কিছুদিন বন্ধ ছিল। আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এ জন্য সড়কে বাড়তি গাড়ির চাপ রয়েছে। এছাড়া তীব্র গরমের কারণে লোকজন এতো দিন ঘর থেকে বের হননি। গরম কিছুটা কমে আসায় মানুষ নানা কাজে বের হচ্ছেন। সবকিছু মিলিয়ে আজ সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে। যেখানে যেখানে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করছি।’

/আরকে/
সম্পর্কিত
যে জাদুঘরের পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস
কাওরানবাজারে লা ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন
ধোলাইখালে মিউচুয়াল ট্র্যাস্ট ব্যাংকের শাখায় আগুন
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?