X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আমি যদি মরি, হাতির পায়ের নিচে মরবো: হিরো আলম

চৌধুরী আকবর হোসেন
২৬ জুন ২০২৩, ২২:০০আপডেট : ২৬ জুন ২০২৩, ২২:৪৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ‘একতারা’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে আছেন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। আলোচিত ইউটিউবার হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।

এর আগেও তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচন নিয়ে নিজের নানা চিন্তা-ভাবনার কথা বাংলা ট্রিবিউনের কাছে তুলে ধরেছেন হিরো আলম।

বাংলা ট্রিবিউন: নির্বাচনে কেন আগ্রহী হলেন?

হিরো আলম: আমি হঠাৎ করে নির্বাচনমুখী না। আমার যখন জনপ্রিয়তা ছিল না, সে সময়েও আমি দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। হুট করে এবার নির্বাচন করছি তা কিন্তু না। মানুষের জন্য কাজ করতে আগ্রহ আমার আগে থেকেই ছিল। অর্থ-সম্পদের দিক থেকে আমি দুর্বল, সে কারণে মানুষের পাশে দাঁড়াতে পারিনি। ২০১৮ সালের দিকে আমি যখন ভাইরাল হলাম, তখন জাতীয় সংসদ নির্বাচন চলে এলো। তখন যেহেতু আল্লাহ আমাকে নাম-ডাক জনপ্রিয়তা দিয়েছে, তখন মনে হয়েছে মানুষের জন্য কিছু করা যায় কিনা।

হিরো আলম

বাংলা ট্রিবিউন: নির্বাচন না করেও তো মানুষের সেবা করা যায়, নির্বাচনে কেন?

হিরো আলম: নির্বাচন না করেও ১০০-২০০ মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের যে ভালোবাসা পেয়েছি, তখন আমার চিন্তা হয়েছে আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, মানুষের জন্য কাজ করতে পারবো। সব কিছু মিলিয়ে আমি নির্বাচনের পথে এসেছি।

বাংলা ট্রিবিউন: বগুড়ায় নির্বাচন করেছিলেন আগে, এবার ঢাকা-১৭ আসনে কেন অংশ নিচ্ছেন?

হিরো আলম: বগুড়ায় আমাকে নয়-ছয় করে হারানো হয়েছে। সুষ্ঠু ফলাফল ঘোষণা করা হয়নি। তারই প্রতিবাদের মশাল এই ঢাকা-১৭ আসনে হিরো আলম।  জনগণের জন্য কিছু করতে চাই, পাশে থাকতে চাই। আর আমাকে হারানোর প্রতিবাদে আমি আবারও নির্বাচনে।

বাংলা ট্রিবিউন: ঢাকা-১৭ আসনে বিজয়ী না হতে পারলে আবার অন্য কোনও আসনে নির্বাচন করবেন?

হিরো আলম: না না, আর অন্য কোনও আসনে নির্বাচন করবো না। ঢাকায় আট বছর কেটে গেলো। ঢাকার প্রতি তো একটু মায়া-মমতা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ঢাকায় নির্বাচন করছি। যেকোনও জায়গায় নির্বাচন করলে তো সিলেট, বরিশালসহ আরও অন্যান্য জায়গায় নির্বাচন হলো, সেখানে অংশ নিতাম। আমি তো সব জায়গায় নির্বাচন করিনি। আমার বসবাস এখন বগুড়া আর ঢাকায়। এই দুই স্থানেই আমাকে কিছু করতে হবে।

বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের কাছে নিজের নানা মতামত তুলে ধরেন হিরো আলম

বাংলা ট্রিবিউন: ঢাকায় নির্বাচন করলে তো ঢাকার আরও অন্য আসন ছিল। ঢাকা-১৭ কেন?

হিরো আলম: অনেকেই বলে ঢাকা শহরের সবচেয়ে টপ আসন ঢাকা-১৭ আসন। আমার কথা হচ্ছে, আমি যদি মরি, হাতির পায়ের নিচে মরবো। আমার টার্গেট বড় কিছু। যদি করি তবে জীবনে বড় কিছুই করবো। সেই হিসেবে ঢাকা-১৭ আসন আমার পছন্দ।

বাংলা ট্রিবিউন: নির্বাচনে অংশ নিতে খরচের একটি বিষয় আছে, আপনি সেটি কীভাবে করছেন?

হিরো আলম: নির্বাচন করতে অনেক টাকা লাগে এটা ভুল ধারণা। আমি তো মনে করি এত টাকা লাগে না। পোস্টার, ব্যানার, মাইকিং এসবের খরচ খুব বেশি না। কিন্তু যারা দুর্বল, যাদের ভোট নেই, তাদের টাকা দিয়ে ভোট কেনা লাগে।

বাংলা ট্রিবিউন: নির্বাচনে বিজয়ী হলে সে এলাকার মানুষের জন্য কী করতে চান?

হিরো আলম: মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নেই। নির্বাচনে জয়ী হলে সে এলাকার মানুষের জন্য বিশেষ কিছু করতে পারবো না। কারণ একটাই, আমার হাতে সময় পাবো পাঁচ-ছয় মাস। এত অল্প সময়ে বড় কিছু করা সম্ভব হবে না। এই অল্প সময়ে কিছু এলাকার রাস্তার সমস্যার সমাধান করার চেষ্টা করবো। অল্প সময়ের জন্য সংসদ সদস্য হবো, ফলে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেবো না।

বাংলা ট্রিবিউন: নির্বাচনে আপনার প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন?

হিরো আলম: নির্বাচনে ৯ জন প্রার্থী হয়েছেন। তারা প্রত্যেকেই আমার প্রতিপক্ষ। যার যার জায়গায়  প্রত্যেকে লড়বে। জনগণ যাকে ভোট দেবে, সে রায় পাবে। আমি আমার মতো করে কাজ চালিয়ে যাবো।

জীবনে বড় কিছু করার স্বপ্ন আশরাফুল ইসলাম ওরফে হিরো আলমের

বাংলা ট্রিবিউন: আওয়ামী লীগের প্রার্থীকে আপনি শক্ত প্রতিপক্ষ মনে করেন কিনা?

হিরো আলম: ভোটে হারজিত থাকবে। তবে আমি কাউকে শক্তিশালী মনে করতেছি না। জনগণ যদি ভোটকেন্দ্রে আসতে পারে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে সেখানে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে আমি নিজেকেই মনে করি।

বাংলা ট্রিবিউন: আপনি কোনও প্রতিবন্ধকতা বা বাধার মুখোমুখি হচ্ছেন কী?

হিরো আলম: এখন পর্যন্ত আমি কোনও বাধার মুখে পড়িনি। সামনে কোনও বাধা এলে সবাই জানতে পারবে। আগাম কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না।

বাংলা ট্রিবিউন: আপনি স্বতন্ত্র নির্বাচন করছেন, আগামীতে কোনও দলে যোগ দেবেন কি?

হিরো আলম: এই মুহূর্তে আমি স্বতন্ত্র আছি। আমার চিন্তা, সবার ভালোবাসা নিয়ে স্বতন্ত্র থাকবো। এই মুহূর্তে কোনও দলে যোগ দেওয়ার চিন্তা আমার নেই।

বাংলা ট্রিবিউন: সিনেমার হিরো আলম কি কারও প্ররোচনা বা পরামর্শে রাজনীতির মাঠে এসেছে?

হিরো আলম: আমি যদি কারও সাপোর্ট নিয়ে আসতাম, আমার ওপর এত জুলুম হতো না। আমার প্রার্থিতা বাতিল হয়, ভোট ছিনিয়ে নিয়ে যায়, অত্যাচার হয়। এগুলো হতো না আমার ওপর যদি বিশেষ কারও সাপোর্ট থাকতো। হিরো আলম আগেও একা চলেছে, এখনও একা।

বাংলা ট্রিবিউন: আপনার পরিবার কি নির্বাচন অংশ নেওয়ার বিষয়টি সমর্থন করে?

হিরো আলম: অবশ্যই পরিবারের সমর্থন আছে। তাদের সমর্থন না থাকলে তো নির্বাচন করতে পারতাম না।

বাংলা ট্রিবিউন: আপনাকে নিয়ে নেতিবাচক বিভিন্ন প্রচারণা আছে। সেগুলো আপনি কীভাবে দেখছেন?

হিরো আলম: রাজনীতির মাঠে একজন আরেকজনকে দোষারোপ করে। কেউ আপনাকে দোষারোপ করলে আপনি সেটা শুনলেন না, পাত্তা দিলেন না। আমাকে নিয়ে কে কী বললো, কী ভাবলো, তা তারা করুক। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না।

বাংলা ট্রিবিউন: ঢাকা-১৭ আসনের ভোটারদের উদ্দেশে আপনি কী বলবেন?

হিরো আলম: ভোটার ও আমার ভক্তদের কাছে আমার আহ্বান, আমাকে আপনারা সাপোর্ট দেবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের জন্য লড়াই-সংগ্রাম করছি। মাটি ও মানুষের জন্য কথা বলতে আমি সংসদে যেতে চাই। ভোটের দিন সবাই ভোটকেন্দ্রে আসবেন। একশ্রেণির মানুষ ভোটারদের নীরবতার কারণে জোর করে সিল মারে। ফেসবুকে চিল্লাচিল্লি করে লাভ হবে না। ভোটারদের কেন্দ্রে আসতে হবে, প্রতিরোধ করতে হবে। তা না হলে প্রতিবারই একতরফা নির্বাচন হবে। ঘুমন্ত মানুষ জেগে উঠুন, ভোটের মাঠে আসুন।

ছবি: সাজ্জাদ হোসেন। 

আরও পড়ুন-

ঢাকা-১৭ উপনির্বাচন: আরাফাত নৌকা, হিরো আলম পেলেন একতারা

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার