X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে জয় উৎসর্গ আইভীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ২৩:২৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪৩

টানা তৃতীয়বারের মত জনপ্রতিনিধি তথা ‘মেয়র’ হয়ে এবারের বিজয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর শহরের পশ্চিম দেওভোগে নিজ বাড়ির সামনে বিজয় উল্লাস করা লোকজনদের সামনে আইভী এই জয় উৎসর্গের কথা বলেন।

সেলিনা হায়াৎ আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে হারানোর পর আবেগ আপ্লুত হয়ে আইভী বলেন, ‘এ জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি উৎসর্গ করছি। আমাকে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে যেমন ভোট দিয়ে নির্বাচিত করেছেন তেমনি আমিও শুধু আওয়ামী লীগের নয়, সব দলের নেতাকর্মীদের নিয়ে আমার অসমাপ্ত কাজগুলো আগামী ৫ বছরের মধ্যে সমাপ্ত করতে চাই। এজন্য আমি আওয়ামী লীগের নেতাকর্মীসহ নগরবাসীকেও পাশে চাই।’

এছাড়া, আগামীকাল শুক্রবার সকালে সাখাওয়াত হোসেনের বাসায় আইভী নাস্তা খেতে যাবেন বলেও গণমাধ্যমকে জানান। এর আগে আইভী একাধিক আলোচনায় বলেছিলেন, তিনি জয়ী হলে পরদিন সাখাওয়াতের বাসায় গিয়ে নাস্তা করবেন।

সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোটের পর সন্ধ্যা ৬টার পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল যেতে শুরু করে আইভীর ক্যাম্পে। তখন সেখানে থাকা লোকজন ও দলের নেতাকর্মীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়তে থাকে। একেকটি কেন্দ্র থেকে ফলাফল আসে আর তখন উল্লাসে ফেটে পড়েন তারা। পরে রাত সোয়া ১০টার দিকে বাসা থেকে নিচে নেমে এলে অগণিত নেতাকর্মী সমর্থকরা তাকে ফুলের মালা দিয়ে ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন। এছাড়া দেওভোগে আইভীর বাসভবন, শহরের ২নং রেলগেট ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে নেতাকর্মীরা উল্লাস করেন।

/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন
ওজন মাপার আগে এই বিষয়গুলো জেনে নিন
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
দ্বিতীয় ধাপে আগ্রহ বাড়বে ভোটারের: ইসি আলমগীর
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
রিজার্ভ ১০ মিলিয়ন ডলার আছে বলে আমার মনে হয় না: জিএম কাদের
রিজার্ভ ১০ মিলিয়ন ডলার আছে বলে আমার মনে হয় না: জিএম কাদের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক