X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মেয়রের কাজে অসন্তুষ্টি বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১৫:২৬আপডেট : ০৮ মে ২০১৬, ১৬:৪৭

গত একবছরে আপনার মেয়রের কার্যক্রমে আপনি কি সন্তুষ্ট? ২০১৫ সালের ৬ মে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন আ জ ম নাছির উদ্দীন। তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারও তিনমাস পর। চট্টগ্রাম মেয়রের একবছর পূর্ণ না হলেও নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার খুব একটা প্রতিফলন ঘটাতে পারেননি চট্টগ্রামের মেয়র। দুই-একটি বিষয় বাদ দিলে তার বেশিরভাগ কার্যক্রমেই সন্তুষ্ট নন এই সিটি করপোরেশনের বাসিন্দারা।

সম্প্রতি বাংলা ট্রিবিউন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রের কাজের পর্যালোচনা শীর্ষক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে মোট ১ হাজার ৮০০ জনের অভিমত নেওয়া হয়।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত একবছরে মেয়রের কার্যক্রমে তারা সন্তুষ্ট কিনা, তবে তথ্য বিশ্লেষণের পর উঠে এসেছে হতাশাজনক চিত্র। ৫৫ দশমিক ২২ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন—তারা মেয়রের কার্যক্রমে সন্তুষ্ট নন, বিপরীতে ৪৪ দশমিক ৭৮ শতাংশ মেয়রের ওপর আস্থা রেখেছেন। 

জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি হয়নি
এক বছরে আপনার এলাকায় জলাবদ্ধতা সমস্যার কি উন্নতি ঘটেছে?

বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে জলাবদ্ধতা সমস্যার উন্নতি ঘটেনি বলে জানিয়েছেন ৬১ দশমিক ৮৯ শতাংশ অংশগ্রহণকারী।
এক বছরে আপনার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার কি উন্নতি হয়েছে?

শুধু জলাবদ্ধতা নয়, বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও খুশি নন এই সিটি করপোরেশনের বাসিন্দারা। ৬০ দশমিক ৭২ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন গত এক বছরে তাদের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হয়নি।

ফুটপাত হাঁটার উপযোগী নয়, যথেষ্ট নয় সিটি করপোরেশনের ভূমিকা
আপনার এলাকায় ফুটপাত কি হাঁটার উপযোগী?

ফুটপাত হাঁটার জন্য হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা দখলদার, অবৈধ স্থাপনা আর ময়লা আবর্জনার দখলেই থাকে। আপনার এলাকার ফুটপাত হাঁটার উপযোগী কিনা, এমন প্রশ্নের জবাবে ৭০ দশমিক ৬১ শতাংশ অংশগ্রহণকারী ‘না’ সূচক জবাব দিয়েছেন।

ফুটপাত অবমুক্তকরণে সিটি করপোরেশনের ভূমিকাকে আপনি কি যথেষ্ট মনে করেন?


অন্যদিকে, ৬৩ দশমিক ৫৬ শতাংশ মনে করেন ফুটপাত অবমুক্তকরণে সিটি করপোরেশনের ভূমিকা যথেষ্ট নয়।

সময়মতো পরিষ্কার হয় না ডাস্টবিন
দিনের কোন সময়ে আপনার এলাকার ডাস্টবিন পরিষ্কার করা হয়?

সকাল ৮টার মধ্যে ডাস্টবিন পরিষ্কার করার কথা থাকলেও তা ওই সময়ের মধ্যে পরিষ্কার হয় না বলে জানিয়েছেন বেশিরভাগ অংশগ্রহণকারী। মাত্র ২১ দশমিক ৩৯ শতাংশ জানিয়েছেন তাদের এলাকায় ৮টার আগে ডাস্টবিন পরিষ্কার করা হয়। সকাল ৮ টা থেকে ১০টার মধ্যে পরিষ্কার হয় বলে জানিয়েছেন ১৬ দশমিক ২২ শতাংশ অংশগ্রহণকারী, ১০টা থেকে ১২টার মধ্যে পরিষ্কার হওয়ার কথা জানিয়েছেন ২৯ দশমিক ৮৩ শতাংশ আর বেলা ১২টার পর পরিষ্কার হওয়ার কথা জানিয়েছেন ৩২ দশমিক ৫৬ শতাংশ অংশগ্রহণকারী।

গণপরিবহণ ব্যবস্থাপনায় অনিয়ম কমেনি
আপনার এলাকায় গণপরিবহণ কি ঠিক জায়গায় থামছে?

এদিকে, ৫৫ দশমিক ০৬ শতাংশ অংশগ্রহণকারী তাদের এলাকায় গণপরিবহণ সঠিক জায়গায় থামছে না বলে মত দিয়েছেন। আর ৬৯ দশমিক ২৮ শতাংশের মতে তাদের এলাকার যাত্রী ছাউনিগুলো বসার উপযোগী নয়।

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন

জরিপ পরিচালনার সময়: ২০ এপ্রিল-২৫ এপ্রিল       

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:


১. চট্টগ্রাম সিটি করপোরেশনে ১ হাজার ৮০০ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

২. সবগুলো ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়।

৩. নারী-পুরুষ অংশগ্রহণকারীর সংখ্যা সমান রাখা হয়েছে। অর্থাৎ নারী ৯০০ জন ও পুরুষ ৯০০ জন।

৪. দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তর অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

৫. জরিপকারীরা একই স্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা