X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শতক পেরিয়ে রবীন্দ্রনাথ

সামিয়া কালাম
০৮ মে ২০১৬, ২০:২১আপডেট : ০৮ মে ২০১৬, ২০:২৫

সামিয়া কালামএপার বাংলা-ওপার বাংলায় পহেলা বৈশাখের আমেজ কাটতে না কাটতেই একটি জন্ম উৎসবের আয়োজনের তোড়জোড় চলতে থাকে। তিনি চলে গেছেন ৭৫ বছর হতে চললো, কিন্তু তার জন্মোৎসবকে কেন্দ্র করে আমাদের এতো আয়োজন থেকে একটি সত্য বেরিয়ে আসে, আর তা হলো, রবীন্দ্রনাথ আমাদের সবার। এটাও প্রতীয়মান হয় যে, পৃথিবীর যে প্রান্তে বাংলা ভাষার মানুষ আছে, সেই প্রান্তেই রবীন্দ্রনাথের বাণী আজও উচ্চারিত হয়। এ থেকে প্রচ্ছন্নভাবে প্রমাণ হয় যে- সাহিত্য সীমানা মানে না, তা সাহিত্যের যে কোনও শাখা- প্রশাখার জন্য প্রযোজ্য।
একরকম আরও কিছু বিষয় প্রযোজ্য আছে রবীন্দ্রনাথের সৃষ্টি রসে। তার গানের সুর, সঙ্গীতায়জন এবং ছন্দের মেলবন্ধনে। এসব নিয়ে সমালোচকেরা, গুরুগম্ভির অনেক কথাই শতাব্দীজুড়ে বলে এসেছেন। আমি সাধারণ একজন রেজি জকি, গানের পিঠে কথা, আর কথা পিঠে গান চালিয়ে অনুষ্ঠান সঞ্চালন করে যাই। আর যখনই রবীন্দ্রনাথের গানগুলো চালাই, তখনই হারিয়ে যাই তার সুরের সম্মোহনে।  প্রায় দশক দুই ধরে তার গানের সঙ্গীতায়জনে নানা মাত্রা যোগ হচ্ছে, চালানো হচ্ছে এক্সপেরিমেন্ট। এই উদ্যোগটি একইসঙ্গে নিন্দিত এবং নন্দিত হয়ে আসছে। আলোচনা-সমালোচনা সবই হচ্ছে এই বিষয়টিতে। আরও অনেকের মতো আমিও মনে করি, সঙ্গীতকে সময়ের কাছে গ্রহণযোগ্য করে তোলাটা জরুরি। তাতে নতুন শ্রোতা তৈরি হবে এবং উঠে আসবে নতুন কিছু মাত্রা। বাণী এবং সুরের ত্রুটি অমার্জনীয়। তবে সঙ্গীতায়জনে নতুন প্রযুক্তি ব্যবহার করা যেতেই পারে।
সমালোচনা ছিল তার নোবেল প্রাপ্তি নিয়েও। সেটা ১০০ বছর আগের এক উল্লেখযোগ্য ইতিহাস। তিনি এশিয়ার প্রথম ব্যক্তি, যিনি নোবেল পুরস্কার লাভ করেন। ১৯১২ সালে ইংরেজি গীতাঞ্জলী প্রকাশিত হয়।  এবং এর ফলেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার  ভূষীত হন। কিন্তু ইংরেজি গীতাঞ্জলী ও বাংলা গীতাঞ্জলীর মাঝে বেশ কিছু পার্থক্য আছে। এটি মূলত রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি ভাবানুবাদ। যা তৎকালীন পাশ্চাত্য সাহিত্যকে চমকিত ও বিমোহিত করেছিল। এবং এই অসীম শিল্প ভাণ্ডার আবিষ্কার ও সম্মান প্রদর্শন করে পাশ্চাত্য জগৎ  সেদিন নিজেদের গৌরব প্রকাশ করেছিল।
কেবল কি সুর আর গানে নিজেকে রেখে গেছেন রবীন্দ্রনাথ? না তো! তার সৃষ্ট শিশু সাহিত্য, ছড়া, নাটক, ছোট গল্প, উপন্যাস, চিত্রকর্ম এবং অসংখ্য কবিতা। বাংলা সাহিত্য নতুন ধারা, নতুন চরিত্র, এবং  নিত্য নতুন বোধ এনে দিয়ে গেছে। কিন্তু আজও আমাদের সমাজে যা প্রকটভাবে বিদ্যমান- মানব মনের শুম্ভ নিশুম্ভের লড়াই, সম্পর্কের জটিলতাকে প্রাসঙ্গিক ভাবে বিদ্যমান। মাঝে মাঝে খুব অবাক লাগে- একজন সাহিত্যিক কতটা আধুনিক হলে, এক শতাব্দি পরবর্তী সময়কে নিজের লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন!
এই শুম্ভ নিশুম্ভের লড়াই চলতেই থাকবে। কিন্তু তার লেখনীতে তিনি এর সমাধানও রেখে গেছেন। কত ক্ষুদ্রতার মাঝে অসীম কে প্রকাশ করেছেন অবলীলায়!

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে তাকে জানাই শ্রদ্ধা।

লেখক: আরজে এবং প্রোডিউসার, সিটি এফএম ৯৬.০

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া