X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই মাস আগে টার্গেট হন জুলহাজ-তনয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০১৬, ১৬:০৩আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:৪৪

জুলহাজ-তনয় সমকামীদের অধিকার নিয়ে কাজ করায় হত্যার দুই মাস আগে থেকেই জঙ্গিদের টার্গেট হয়েছিলেন ‘রূপবান’ সম্পাদক ও মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নান এবং নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এর আগে কুষ্টিয়া সদরের ছয়রাস্তা থেকে শরিফুল ইসলাম শিহাব (২৮) নামে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ইউনিট।
শিহাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডের জন্য প্রায় দুই মাস ধরে তারা প্রস্তুতি নেয়। যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তারা এর আগে আরও দুই একটি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল। এদের মধ্যে কয়েকজন প্রশিক্ষিত ছিল। তারা মূলত এপ্রিল মাস থেকেই টার্গেট ঠিক করে। আগে থেকেই তাদের প্রস্তুতি ছিল। টার্গেট সম্পর্কে তারা একমাস আগে বলে। নতুন সদস্যরা এসব হত্যাকাণ্ডে থাকে। তাই বলা যেতে পারে তারা পহেলা বৈশাখের পর টার্গেট বলে দেয়। তবে পহেলা বৈশাখের আগে হয়তো কেউ কেউ জানত।’
মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃত শিহাব ১৯৯৮ সাল থেকে হরকাতুল জেহাদের (হুজি) সদস্য হিসাবে সিলেট অঞ্চলে কাজ করত। হুজি সাংগঠনিকভাবে ভেঙে পড়ায় ২০১৫ সালে তিনি আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেয়। গ্রেফতারকৃত শিহাবের কাছ থেকে চারটি মোবাইল, একটি পেনড্রাইভ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। কলাবাগানের ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত শার্টারগানটি তার বলে সে স্বীকার করেছে।’

শার্টারগানটি তার এটি নিশ্চিত হলেন কীভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর ২৫ তারিখ শিহাব ঢাকা থেকে চলে যায়। শার্টারগানটি যে তার সেটার দালিলিক প্রমাণ আমাদের কাছে রয়েছে। সে নিজেও স্বীকার করেছে।’

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় যাদের ভিডিও ফুটেজ পাওয়া গেছে তাদের মধ্যে কেউ কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি হত্যাকাণ্ডর একটি ভিডিও ফুটেজে পাঁচজনকে দেখা গেলেই মানে এই নয় যে হত্যাকাণ্ডে এর বাইরে আর কেউ জড়িত না। হত্যাকাণ্ডের পেছনে অর্থদাতা, পরিকল্পনাকারী ও রেকিকারীরাও থাকে। একটি হত্যাকাণ্ডের সঙ্গে অনেকেই জড়িত থাকে। ভিডিওতে যে পাঁচজনকে দৌড়ে যেতে দেখা গেছে তা অনেক দূর থেকে। আমরা এখনও নিশ্চিত হতে পারিনি আসলে গ্রেফতারকৃত শিহাব ওই ভিডিও ফুটেজে আছে কিনা, নাকি সে ব্যাকআপে ছিল। ভিডিও মিলিয়ে দেখা হবে। আর কারা জড়িত তাও খতিয়ে দেখা হবে।’

হত্যারা কারণ কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের বক্তব্য মতে জুলহাজ সমকামীদের অধিকার নিয়ে কাজ করতেন। রূপবান পত্রিকায় সমকামীদের অধিকারের কথা প্রচার করা হতো। জঙ্গিরা মনে করত এতে বিভ্রান্তি ছড়ায়। তারপর তাদের হাইকমান্ডের নির্দেশে তারা এই হত্যকাণ্ড ঘটায়।’

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক নেতাসহ তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে উল্লেখ করে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘নাস্তিক ব্লগারদের হত্যার পাশাপাশি কুষ্টিয়া অঞ্চলে এক চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা করেছিল শিহাব। জঙ্গিদের ভাষায় ওই চেয়ারম্যান এলাকায় দাঙ্গা হাঙ্গামার সঙ্গে জড়িত।’

একের পর এক হত্যাকাণ্ড ঘটছে অথচ দেশের গোয়েন্দারা কোনও তথ্য পাচ্ছে না। এটা কি গোয়েন্দাদের ব্যর্থতা না? এই প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘টার্গেট কিলিং উন্নত রাষ্ট্রও বন্ধ করতে পারছে না। যেসব রাষ্ট্রে সবকিছু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকে সে সব জায়গাও সন্ত্রাসীদের স্পর্শের বাইরে না। টুইন টাওয়ার ও বেলজিয়ামের এয়ারপোর্টেও হামলার ঘটনা ঘটেছে। স্লিপার সেলের নেতৃত্বে থাকা ব্যক্তিরা ধরা পড়লে হয়তো কিছুদিন বন্ধ থাকে। কিন্তু পুরোপুরি বন্ধ করা যায় না।’

তনায় হত্যার টার্গেট ছিল কিনা? এর জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘পহেলা বৈশাখের র‌্যালির কোঅর্ডিনেটর ছিলেন তনয়। সেই হিসাবে তিনিও টার্গেট ছিলেন। তাদের দুজনকেই একসঙ্গে পাওয়া যাবে ভেবেই টার্গেট করেছিল।’

পহেলা বৈশাখের পর জুলহাজ ও তনয়কে পুলিশ নিরাপত্তা দিতে পারত কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই ঘটনার পর জুলহাজ ও তনয়ের পক্ষ থেকে কোনও নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করা হয়নি। এমনকি তার বন্ধু-বান্ধবও কেউ বলেনি তাদের কোনও থ্রেড আছে। তিনি সক্রিয় হওয়ার কারণে এতোটা টার্গেট আমরাও ওই সময় বুঝতে পারিনি।’
আরও পড়ুন: রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি

/এআরআর/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
উত্তর আমেরিকা চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা