X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব: বাণিজ্যমন্ত্রী

অহিদুল ইসলাম, সৌদি আরব থেকে
২৫ মে ২০১৬, ০২:৩৩আপডেট : ২৫ মে ২০১৬, ০৮:৩৪

ওআইসি ট্রেড ফেয়ারে  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সৌদি আরবের ব্যবসায়ীরা বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে বাণিজ্য সম্প্রসারণে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন বলে নিয়েছেন সৌদি আরবে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ২০০৬ সালের যে চুক্তি রয়েছে, সেটি কার্যকর করার অনুরোধ করা হয়েছে। সোমবার সৌদি আরবের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
সৌদি আরবের রিয়াদে ‘১৫তম ট্রেড ফেয়ার অব দি ওআইসি মেম্বার স্টেটস’-এ অংশ নিতে তিনি সফর করছেন।
বৈঠকে দেশটির চেম্বার অব কাউন্সিলের চেয়ারম্যান ড. আব্দুল রহমান আল-জামিল ও সেক্রেটারি জেনারেল উপস্থিত ছিলেন।
বৈঠক সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের তৈরি হোম টেক্সটাইল, টেরিটয়েল, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালাল মাংস, শাক-সবজি, শুকনা খাবারের প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে। বাংলাদেশ সৌদি সরকারের কাছে এসব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে।

সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দলের উদ্ধৃতি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব পণ্যের চাহিদা বিবেচনা করে, এখন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তিনি আরও বলেন, আগের যেকোনও সরকারের আমল থেকে সৌদি-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বর্তমানে ভালো। তাই বাংলাদেশের  পণ্য রপ্তানির অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে। কিছুদিনের মধ্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর করবেন। এর মধ্যদিয়ে দুই দেশের বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এদিকে ১৫তম ওআইসি বাণিজ্য মেলায় বাংলাদেশ থেকে ২৯টি প্রতিষ্ঠানসহ বোয়েসেল, বায়রা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিনিয়োগ বোর্ড এবং বেপজা’র কর্মকর্তা ও প্রতিনিধিরা সৌদি আরবে অবস্থান করছেন। ২৬ মে রিয়াদে মেলা শেষ করে আগামী ২৯ ও ৩০ মে জেদ্দা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ৩১ মে ও ১ জুন মদিনা চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এ ‘মেইড অব বাংলাদেশ’ ক্যাটালগ শো-তে অংশ নেবেন তারা।

আরও পতে পারেন: ময়নাতদন্তকারী চিকিৎসককে তনুর বাবার লিগ্যাল নোটিশ

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
কানাডায় দ্বিতীয়বার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন মাহবুব ওসমানী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ম্যানিলায় শিশু-কিশোরদের মিলনমেলা 
প্রেমিকের বাড়ি কিশোরগঞ্জে এলেন মালয়েশিয়ার তরুণী, হলো বিয়ে
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়