X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ, শাকিলার জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ২২:৩৯আপডেট : ০৫ জুন ২০১৬, ২২:৩৯

ব্যারিস্টার শাকিলা ফারজানা জঙ্গি সংগঠনকে সহায়তার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন। এর ফলে শাকিলার কারামুক্তিতে আইনগত কোনো বাধা রইল না।
আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, শাকিলার কারামুক্তিতে আইনগত আর কোনও বাধা নেই।
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি দুই মামলায় শাকিলাকে পাসপোর্ট জমা রাখাসহ কয়েকটি শর্তে জামিন দেন হাইকোর্ট। এরপর ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে ২৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির বেঞ্চ তার জামিন স্থগিত করেন। কয়েক দফা ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর পর রোববার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে তা খারিজ করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৮ আগস্ট রাতে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানদাতা হিসেবে চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাসহ তিনজনকে গ্রেফতার করে র্যা ব-৭। পরে তাদের চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়।

/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!