X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর সৌদি সফর ব্যাপক অর্থনৈতিক সুফল বয়ে আনবে’

অহিদুল ইসলাম, সৌদি আরব
২৫ জুন ২০১৬, ২২:৪০আপডেট : ২৫ জুন ২০১৬, ২২:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সৌদি সফর খুব শিগগিরই বাংলাদেশের পণ্য, জনশক্তি, বিনিয়োগ এবং পর্যটনশিল্পে ব্যাপক অর্থনৈতিক সুফল বয়ে আনবে বলে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান। সম্প্রতি প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ডক্টর আবুল হাসান, ইকোনমিক কাউন্সিলর, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরব আবুল হাসান বলেন, গত ৫ জুন জেদ্দা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বৈঠকে সৌদি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী বিনিয়োগের আহ্বান জানালে তাৎক্ষণিকভাবে আল-বাওয়ানী গ্রুপ বাংলাদেশের সেনা কল্যাণ সংস্থার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এছাড়া ওই বৈঠকে সফররত বাংলাদেশি ব্যবসায়ীরা সৌদি ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার নানা বিষয় জানান।

চামড়াজাত, হিমায়িত খাদ্য, ঔষধ, পাটজাত, প্লাস্টিক সামগ্রী, সিরামিক্স, জাহাজ নির্মাণ এবং কৃষিখাতে বিপুল সম্ভাবনার বিষয়টি বৈঠকে তুলে ধরা হলে সৌদি ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করেন জানিয়ে ড. হাসান বলেন, এ বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সৌদি ব্যবসায়ীদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। এ জন্য বাংলাদেশের বোর্ড অব ইনভেস্টমেন্টের শাখাওয়ারী পর্যবেক্ষণের মাত্রাভিত্তিক বিনিয়োগ সারাংশ তৈরি এবং তা সৌদি ব্যবসায়ীদের কাছে উপস্থাপনের জন্য প্রস্তুতি চলছে।

ড. হাসান জানান, আগামী বছরের মার্চে জেদ্দায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে বাণিজ্যিক ও বিনিয়োগ পর্যবেক্ষণ উপস্থাপন করার জন্য সৌদি ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশি বক্তা চাওয়া হয়েছে। তবে আগামী জানুয়ারি মাসে ঢাকায় শুরু হওয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য সৌদি ব্যবসায়ীরা এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন।

সৌদি চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে পর্যটনশিল্প বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে জানিয়ে ড. হাসান বলেন, সৌদিতে বাংলাদেশের ট্যুরিজম বিস্তারে চিন্তাভাবনা শুরু করা হয়েছে। কারণ শুধুমাত্র ট্যুরিজমেই সৌদি আরব বছরে প্রায় ৭৬ বিলিয়ন রিয়াল খরচ করে থাকে। এই টার্গেটে এগোতে পারলে বাংলাদেশ পর্যটনশিল্পেও ব্যাপক লাভবান হবে।

এর আগে, গত ১৭ জুন প্রবাসীদের জন্য দূতাবাসের দেওয়া এক ইফতার মাহফিলে রাষ্ট্রদূত গোলাম মসিহ্ জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে সামরিক সহযোগিতা চাওয়ার প্রেক্ষিতে খুব শিগগিরই সৌদি ডিফেন্স ডেলিগেশন বাংলাদেশ সফর করবে। এছাড়া সীমিত আকারে দূতাবাসের সুপারিশের মাধ্যমে সৌদি আরবে চিকিৎসক ও প্রকৌশলী নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়টিও জানিয়েছিলেন তিনি।
/এমও/

সম্পর্কিত
তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের লাশের অপেক্ষায় স্বজনরা
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বশেষ খবর
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
কাপ্তাইয়ে পানি বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় হামাস যোদ্ধাসহ ৫ ফিলিস্তিনি নিহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি