X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী জাবি থেকে বহিষ্কার

জাবি প্রতিনিধি
২৭ জুন ২০১৬, ২৩:৪৪আপডেট : ২৭ জুন ২০১৬, ২৩:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে পৃথক মারধরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব আবু বকর সিদ্দিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে (জার্নালিজম, ৪২তম আবর্তন) মারধরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো (ইতিহাস, ৪০তম আবর্তন), সহ-সম্পাদক ইকরাম উদ্দিন অমি (মার্কেটিং, ৪০তম আবর্তন) ও কর্মী ইকরাম নাহিদ (পরিসংখ্যান, ৪৩তম আবর্তন)।

বহিষ্কৃতরা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

রেজিস্ট্রার জানান, এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় সাংবাদিক শফিকুলকে ছাত্রলীগ নেতা টিটোর নেতৃত্বে মারধর করা হয়। এতে অন্তত ১০-১২ জন ছাত্রলীগ কর্মী অংশ নেয়।

এদিকে বিডিপ্রেস ডট নেটের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু রায়হানকে (নাটক ও নাট্যতত্ত্ব, ৪১তম আবর্তন) মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, শরীফ হোসেন লস্কর (নৃ-বিজ্ঞান, ৪২তম আবর্তন) ও রিয়াজুল ইসলাম (বাংলা, ৪৪তম আবর্তন)।

এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য জাহানারা ইমাম হলের প্রভোস্ট আনোয়ার খসরু পারভেজকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকেও ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় সাংবাদিক রায়হানকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা।

আরও খবর পড়ুন- সত্য প্রকাশই পারে গুজবের ডালপালা ছাঁটতে

/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা