X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আগামী মাসে ১০ হাজার নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৯:৩৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:০৫

দেশের নার্সদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন,আগামী মাসেই (অক্টোবর) সারাদেশে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার।

কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এর ফলে জনগণ আরও উন্নত সেবা পাবেন। তবে দেশের নার্সদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাহায্য-অব্যাহত রাখার আশ্বাস দেন কানাডার রাষ্ট্রদূত।

ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইডস বিষয়ক কর্মসূচিসহ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি রাষ্ট্রদূত বলেন, দুর্যোগের ঝুঁকিতে থাকা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য কানাডা আন্তরিকভাবেই অগ্রাধিকার প্রদান করে।

কানাডাকে বাংলাদেশের উন্নয়েনের এক বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতিতে কানাডা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আগামীতে এই সহায়তা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

আগামী ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফান্ডের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে কানাডার সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।

এসময় স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও কানাডা হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফান্ডের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে।

/জেএ/এবি/

আরও পড়ুন

আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

চট্টগ্রামে সার কারখানার গ্যাস ট্যাংকে লিকেজ, ৬০ জন হাসপাতালে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা