X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শাবিতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন প্রতিকৃতি

জাহিদ হাসান,শাবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৭

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি)জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রাঙ্গণে এ প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।   শাবিতে বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন প্রতিকৃতি
১৩ আগস্ট শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ে প্রতিকৃতির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড.আব্দুল মান্নান। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, একমাত্র বঙ্গবন্ধুই বলতে পারেন ‘আমিই রাষ্ট্র’। তিনি একজন সাধারণ রাজনৈতিক কর্মী থেকে নেতায় পরিণত হন।পরে বাঙালি জাতির প্রতি তার অসামান্য অবদানের কারণেই রাষ্ট্রনায়কে পরিণত হতে পেরেছিলেন। যা খুবই কম নেতার ভাগ্যে জোটে।

প্রশাসনিক সূত্রে জানা যায়, জাতির পিতাকে স্মরণীয় করে রাখতে এই প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আমিনুল হক ভূইয়া। ৫ জুন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১৩৮তম সভায় প্রতিকৃতি নির্মাণের জন্য অর্থ বরাদ্দের বিষয়টি পাস হয়।পরে ২৩ জুন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়।১৭ জুলাই প্রতিকৃতি নির্মাণের কাজ শুরু হয়ে ১২ আগস্ট শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো.হাবিবুর রহমান জানান,প্রতিকৃতি নির্মাণে আনুমানিক ১৭ লাখ টাকা খরচ হয়েছে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি নকশা করেছেন মৌলভীবাজারের স্থাপত্য শিল্পী শেখ নাঈম উদ্দিন টিপু।তিনি বলেন,এটি তৈরি করা হয়েছে উন্নতমানের সিরামিক টাইলস দিয়ে। এর উচ্চতা ৬ ফুট বাই ১০ ফুট আর মূল চত্বর ৪৭ ফুট বাই ২৫ ফুট।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আমিনুল হক ভূইয়া জানান,মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ এবং লালন করতে শাবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে।যাতে প্রতিটি মুহূর্তে আমরা তাকে স্মরণ করতে পারি।

আরও পড়ুন: জঙ্গি সন্দেহে মালয়েশিয়া ফেরত আকাশ থানায় জামাই আদরে!
/এমডিপি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
প্রার্থিতা প্রত্যাহার করে বিএনপি নেতা বললেন ‘রিজভী ভাই আমাকে ফোন করেছিলেন’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
নারী উদ্যোক্তাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যবহার বিষয়ক প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী