X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৮

সড়ক দুর্ঘটনা রাজধানীর শেওড়াপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)। বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সেটির ভেতর একাধিক মদের বোতল পাওয়া গেছে। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মেয়ের বাড়িতে যাওয়ার জন্য ভোরবেলা বাসা থেকে বের হন আতাউর রহমান ও রওশন আরা। তারা শেওড়াপাড়ার 'আশরাফ আলী মার্কেট'এর সামনের বাসস্ট্যান্ডে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় মিরপুরের দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

এএসআই কামরুজ্জামান জানান, ওই প্রাইভেটকারে তিন যুবক ছিলেন। তারা ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে একটি নতুন (ইনটেক) মদের বোতল পাওয়া গেছে। কয়েকটি খালি বোতলও ছিল। তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে লাশ নেওয়ার সময় পুলিশের সঙ্গে নিহতদের স্বজনরাও ছিলেন।

কামরুজ্জামান জানান, স্বজনরা প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে, লাশ দাফনের পর তারা এ ঘটনায় মামলা করবে। গাড়ির মালিকানা জানতে খোঁজখবর নেওয়া হচ্ছেও বলে জানান তিনি।

/জেইউ/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

সাড়ে পাঁচহাজার বয়লারের ফিটনেস দেখতে মাত্র ৬ জন পরিদর্শক!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!