X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

রাজধানীতে প্রাইভেট কারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৮

সড়ক দুর্ঘটনা রাজধানীর শেওড়াপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আতাউর রহমান (৭০) ও তার স্ত্রী রওশন আরা (৬০)। বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। সেটির ভেতর একাধিক মদের বোতল পাওয়া গেছে। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মেয়ের বাড়িতে যাওয়ার জন্য ভোরবেলা বাসা থেকে বের হন আতাউর রহমান ও রওশন আরা। তারা শেওড়াপাড়ার 'আশরাফ আলী মার্কেট'এর সামনের বাসস্ট্যান্ডে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় মিরপুরের দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু ঘটে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

এএসআই কামরুজ্জামান জানান, ওই প্রাইভেটকারে তিন যুবক ছিলেন। তারা ঘটনার পরই গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে একটি নতুন (ইনটেক) মদের বোতল পাওয়া গেছে। কয়েকটি খালি বোতলও ছিল। তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে লাশ নেওয়ার সময় পুলিশের সঙ্গে নিহতদের স্বজনরাও ছিলেন।

কামরুজ্জামান জানান, স্বজনরা প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে, লাশ দাফনের পর তারা এ ঘটনায় মামলা করবে। গাড়ির মালিকানা জানতে খোঁজখবর নেওয়া হচ্ছেও বলে জানান তিনি।

/জেইউ/এআরআর/এআরএল/

আরও পড়ুন: 

সাড়ে পাঁচহাজার বয়লারের ফিটনেস দেখতে মাত্র ৬ জন পরিদর্শক!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
সামরিক বাহিনীর শীর্ষ পদগুলো কমানোর সিদ্ধান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে
নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে
বিমানবন্দর থেকে গুলশানের পথে খালেদা জিয়া
বিমানবন্দর থেকে গুলশানের পথে খালেদা জিয়া
শিক্ষকের কক্ষ ভাঙচুর ও হুমকির অভিযোগ কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে
শিক্ষকের কক্ষ ভাঙচুর ও হুমকির অভিযোগ কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
বিভিন্ন রাষ্ট্র থেকে মাংস আমদানি চাপ আসছে: প্রাণিসম্পদ উপদেষ্টা
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ