X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউপির স্থগিত কেন্দ্রের ভোট ৩১ অক্টোবর

এমরান হোসাইন শেখ
২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ২০:১৮

 

ইউপি নির্বাচন ২০১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্থগিত হওয়া কেন্দ্রগুলোর ভোট আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত একটি ফাইলে শনিবার দু’জন নির্বাচন কমিশনার সম্মতি জানিয়ে স্বাক্ষর করেছেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, ভোটের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে সংসদ সচিবালয় ফাইল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য কমিশনারদের কাছে প্রেরণ করা হয়। শনিবার নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব) জবেদ আলী তাতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন। অন্য কমিশনারদের সম্মতি পাওয়া গেলে স্থগিত কেন্দ্রগুলোর ভোট গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে।

এর আগে ইসির পরিকল্পনা অনুযায়ী গেল জুলাই মাসের শেষ দিকে স্থগিত এসব ইউপির ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বন্যার কারণে ভোটগ্রহণে দেরি হয়। ফলে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের ৫ মাস পর স্থগিত কেন্দ্রগুলোর ভোট হতে যাচ্ছে। গত ২২ মার্চ শুরু হয়ে ৬ ধাপে ৪ জুন দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

৪ হাজার ১০৪টি ইউপি নির্বাচনের মধ্যে সহিংসতা, ব্যালট ছিনতাই, আগেই ব্যালটে সিল মারাসহ নানা অনিয়মের কারণে ৩৪৬টি ভোটকেন্দ্র বন্ধ রাখা হয়। এসব কেন্দ্রের ভোটার সংখ্যা হিসাব করে চেয়ারম্যান বা সদস্য পদে ভোটের ব্যবধান ভোটার সংখ্যার চেয়ে বেশি থাকলে পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ে না। তবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান কম হলে নির্বাচন পরিচালনা বিধির ৩৭ (২) অনুযায়ী অবশ্যই পুনরায় ভোট গ্রহণের প্রয়োজন পড়ে। সেই হিসাবে কমিশনের তথ্য মতে, ৩৪৬ কেন্দ্রের ভোট স্থগিতের কারণে ১০৪টি ইউপির চেয়ারম্যান পদের ফল ঝুলে আছে। এছাড়া স্থগিত কেন্দ্রের সমান সংখ্যক সাধারণ সদস্য ও দেড়শ’র মতো সংরক্ষিত মহিলা সদস্যের ফলও অমীমাংসিত রয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ২২ মার্চ ৬৫টি, দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৩৭টি, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ২৬টি, চতুর্থ ধাপে ৭ মে ৫৩টি, পঞ্চম ধাপে ২৮ মে ১২৩টি ও শেষ ধাপে ৪ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এই নির্বাচনে ছয় ধাপে ৪৫ হাজারের বেশি কেন্দ্র ছিল।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা টিবিউনকে বলেন, ‘সচিবালয় থেকে ৩১ অক্টোবর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে ফাইল প্রস্তুত করে তা অনুমোদনের জন্য কমিশনকে দেওয়া হয়েছে। অনুমোদন হলে ওই তারিখেই ভোট হবে।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত কেন্দ্রগুলোর ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবর মাসের শেষ সপ্তাহে এ ভোট অনুষ্ঠিত হবে।’

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা