X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে পানি সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭

শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পানি সংকটে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। গত শনিবার থেকে হাসপাতালে রোগী ভর্তি ও অপারেশন বন্ধ রয়েছে। এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা পানি সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। হাসপাতালের বাথরুম থেকে শুরু করে সর্বত্রই পানি সরবরাহ বন্ধ রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. অমৃত লাল বিশ্বাস জানান, হাসপাতালে প্রতিদিন ২৫ হাজার লিটার পানির চাহিদা রয়েছে। বর্তমানে পানির চাহিদা মেটাতে পৌরসভার পানি সরবরাহ গাড়ি থেকে ৬ হাজার লিটার পানি ১ হাজার টাকায় কিনে নিয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে সরবরাহ করা হচ্ছে। হাসপাতাল চালিয়ে রাখতে প্রতিদিন ৫ হাজার টাকার পানি কেনা প্রয়োজন। তবে এভাবে পানি কিনে হাসপাতাল চালানো সম্ভব নয়।
জানা গেছে, হাসপাতালের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বিকল হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। পানিতে প্রচুর মরিচা থাকায় প্ল্যান্টের পানি উত্তোলন পাইপ ব্লক হয়ে পানি সরবরাহ একেবারেই কমে যায়। মেরামত করার পর কিছুদিন চলে, তারপর আবার বিকল হয়ে পড়ে। আগে হাসপাতালের ট্রিটমেন্ট প্ল্যান্টের পাম্প ১৫ ঘণ্টা চালালেই ৩০ হাজার লিটার পানি উত্তোলন করা যেত। এখন ১৫ দিন চালিয়েও ৩০ হাজার লিটার পানি উত্তোলন করা যাচ্ছে না।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলার খাঁকান্দা গ্রামের চক্ষু রোগী আমেনা বেগম (৬০) বলেন, ‘হাসপাতালে পানি নেই। তাই বাইরে থেকে পানি কিনে এনে খাচ্ছি। চক্ষু অপারেশন করাতে এসেছিলাম। পানি নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি নেয়নি।’ একই অভিযোগ জানান, ফরিদপুর জেলার সদর উপজেলার কৈজুড়ি ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের মজিরন বেগম।

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাড়িয়ারগোপ গ্রামের চক্ষু রোগী ময়না মালাকারের ছেলে ননী গোপাল মালাকার (৩২) বলেন, ‘আমার মায়ের চোখে সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছি। কিন্তু পানি সরবরাহ নেই, বাথরুম বন্ধ। পানি সংকটে দারুণ কষ্ট করতে হচ্ছে।’

পৌরসভার গাড়ি থেকে কেনা হচ্ছে পানি

হাসপাতালের পানির প্ল্যান্টের অপারেটর সুব্রত কুমার হালদার (৩০) বলেন, ‘এই প্ল্যান্টে মাত্র ৮০ ফুট অগভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এ নলকূপ দিয়ে প্রচুর আইরন ও বালু আসে। পাইপে আইরন জমে ব্লক হয়ে পানি সরবরাহ কমেতে থাকে। আমাদের পাশে ১২০০ ফুট গভীর নলকূপ স্থাপন করে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সেখান থেকে হাসপাতালে লোকজন পানি কিনে খায়। আমাদের এখানেও ১২শ’ ফুট গভীর নলকূপ স্থাপন করা হলে এ সমস্যার সমাধান হবে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. বিমল কৃষ্ণ গাইন বলেন, ‘শনিবার থেকে হাসপাতালে রোগী ভর্তি ও অপারেশন বন্ধ রয়েছে। পানি সংকটে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। ত্রুটিপূর্ণ এ ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে এত বড় হাসপাতাল চালিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি।’ পানি সংকটে হাসপাতালের কোয়ার্টরগুলোও চালু করা যাচ্ছেনা বলেও তিনি জানান।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের মানুষকে আধুনিক চক্ষু সেবা দিতে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়ায় আন্তর্জাতিক মানের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠা করা হয়। এ বছরের ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হাসপাতাল উদ্বোধন করেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও